জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মারমা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন মাখিং মারমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন নম্রতা তঞ্চঙ্গ্যা, মনিপুরী সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন দীপংকর সিংহ অনিক। গারো সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন মৌ জেনি রাংসা, ত্রিপুরা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন ধীনা ত্রিপুরা, বম সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন শিউলি বম, রাখাইন সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন উখোই মারমা, চাকমা ক্ষেমা চাকমা। সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন অনুরাধা সরেন, মনিপুরী সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন কেয়া সিনহা, হাজং সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন সুস্মিতা হাজং। মারমা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন কংসাই মগ, ওঁরাও সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন বীথি কুজুর, গুর্খা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন তনুশ্রী মানজি গুর্খা, লুসাই সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন ভান থার কিম বুইতিং। ত্রিপুরা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন সুম্মিতা ত্রিপুরা, সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন সাবিত্রী হেমব্রম, গারো সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন শ্রান্ত ডিব্রা। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন সুফলা তঞ্চঙ্গ্যা, মারমা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন একিনু মারমা, চাকমা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেছেন শোভন দেওয়ান।