এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

 সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

 রংপুরশিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লাইব্রেরী উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়। রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সৌজন্যে প্রতিষ্ঠিত লাইব্রেরীটিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রংপুরের ইতিহাস ঐতিহ্য সহ শিক্ষা বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই সংরক্ষণ করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরী উদ্বোধন করেন প্রধান আতিথি রংপুর জেলা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ আহসান। অনুষ্ঠানে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রংপুর এরিয়া কো-অডিনেটর অফিসার অনুকুল চন্দ্র বর্মন, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ, আখলাক হোসেন শাহীন, তৌহিদ হোসেন, প্রমুখ।