মন বলছে বৃষ্টি হবে।

তাই আজ নদীর কাছে যেতে চাই।

নদীটি মরো মরো,

 জল বড্ড কম।

 অথচ ওর সাথে আমার বহু স্মৃতি।

বৃষ্টি এলে    

   তাই ওর কাছেই যেতে চাই।

দেখতে ভারী ভালো লাগে আমার

বৃষ্টি এলেই

 কী ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে সে,

ছোট ছোট ঢেউগুলো      

  খরতেজে ছোটে সামনের দিকে,  

চারপাশ থেকে অজস্র জলধারা      

        গড়িয়ে গড়িয়ে ছুটে আসে    

     ওর শরীরের দিকে,

যেন প্রকৃতি দু-হাত ভরে  

     আশীর্বাদ করছে ওকে!

মুহূর্তেই চোখের সামনে  

       মনমরা নদীটি 

    ছোট দুই বিনুনি দোলানো       

       কিশোরীর মতো

ঝলমলে হাস্যমুখর হয়ে ওঠে।

ওর এই আনন্দময় রূপটি  

    দেখতে আমার বড় ভালো লাগে।

আমার সাধ্য নেই,

নইলে রোজ ওকে  

     দু-হাত ভরে বৃষ্টি দিতাম।

 যদি তানসেন হতাম,    

  মেঘমল্লার রাগে সুর বেঁধে  

     মেঘকে ধরে নিয়ে আসতাম    

        ঠিক ওর মাথার ওপরে।

কিন্তু আমি সাধ্যহীন সাধারণ মানুষ।

       মিনতি করি প্রকৃতির কাছে।  

     প্রত্যাশা করি প্রবল বর্ষণের।

চোখ চেয়ে তাই    

    তাকিয়ে থাকি আকাশের দিকে।

কবিতার লাইন নয়,  

    আমি খুঁজে ফিরি মেঘ।

 জলরাশিভারাবনত অজস্র অপূর্ব মেঘ।

মন বলছে বৃষ্টি হবে।

আজ আমার নদীর কাছে যাবার দিন।