এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন আদমদীঘি থানার পরিদর্শক (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। সম্প্রতি মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বগুড়া পুলিশ সুপার  জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।   এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ উপ পরিদর্শক  হিসাবে আদমদীঘি থানার ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে উপ পরিদর্শক আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 এ বিষয়ে আইজিপি পদক প্রাপ্ত ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, একই থানা থেকে এক সাথে তিনটি সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। ওসি আরও বলেন, আমি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে পুলিশি সেবা প্রদান করে আসছি। ওসি হিসেবে পাওয়া শ্রেষ্ঠত্বের এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে।   উল্লেখ্য, ওসি এসএম মোস্তাফিজুর রহমান গত বছরের ২৯শে সেপ্টেম্বর আদমদীঘি থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।