সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার বলছে, শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা। রিউমর স্ক্যানারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি থেকে ‘শেখ হাসিনা আজ রাত ভারতের সময় ২টা ৩০ মিনিটে মারা যান’ শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ এটি দাবি সঠিক নয়। এতে বলা হয়, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে। সর্বপ্রথম পোস্টটি গত ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়। তবে, পোস্টগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাননি তারা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয়। তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
শেখ হাসিনার মৃত্যুর গুজব, যা জানা গেল
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

পর্দা টানলো দুই দিনব্যাপী নিউ ইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪

আতশবাজির ঝলকানিতে রঙিন রাজধানীর আকাশ
.jpeg)
Ambassador and Permanent Representative Muhammad A. Muhith has been elected as member of the ICSC
.jpg)
বাংলাদেশ নামক আইনা ঘর যার কয়েদি এখন জনগণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান
.jpg)
ছড়াটে-র মোড়ক উন্মোচন

উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত