তুলনাহীন বীভৎসতা
-জাকিয়া রহমান
(শোক দিবসে জাতির পিতার স্মরণে লেখা।)
কল্পনাতিত বীভৎস ছিল সে দৃশ্য!
লুটিয়ে পড়া রক্ত সমুদ্রে দেহ তার-
নেই কোন তুলনা সে বীভৎসতার!
রক্তের নিষেক গাঢ় কৃষ্ণ রঙ,
নির্মম নিষ্ঠুর ক্ষত সারা দেহে-
যেন বাঙালি জাতির কলঙ্ক সদৃশ।
মানবিকতার লেশ ছিলনা বর্বরদের,
ছিল মায়াহীন আত্নার জিঘাংসা লোভের।
ওরা কি মানুষ ছিল?
নাকি মানুষ নামের নিউরন বিকৃত দৈত্য!
বাংলার মাটিতে এ কলঙ্ক, শিউরে উঠি! একি সত্য!
ভীততায় বিদারিত, হই আতংকিত
হাহাকার হৃদয়ের অলিন্দে।
অশ্রুধারা এসে দাঁড়ায় থমকি- অন্তর সদাই বিমর্ষিত।
এ শোকের আচ্ছাদন-
কোন ঝড়েই উড়ে যাবে না কোনদিন,
আর এই কলঙ্ক হবে না অদৃশ্য কোনদিন।
এ দুর্বহ গুরুভার সহ্যসীমা করেছে অতিক্রান্ত,
অন্তরের গুমোট ব্যাথা কাঁদায় অবিশ্রান্ত-
লাল সূর্য আর সবুজ-ধান-শাড়ি-আঁচলের দেশে।
আমাদের মননে এ বিষাদ আর কলঙ্ক নির্বিশেষে,
মানবতার ঘৃণিত অবমাননা।
শুধু পনের আগস্টে নয়! প্রতিদিন দংশিত-
মানুষ হিসাবে, বাঙালির অস্তিত্ব!