নিজের প্রথম ওভারেই সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেন, এরপর তাকে ছাড়ালেন ম্যাচের শেষদিকে। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিব আল হাসানকে সরিয়ে এখন শীর্ষে তাসকিন আহমেদ। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মিরপুরে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে পা রাখেন নতুন উচ্চতায়।
রংপুরের বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়েও আবার তার প্রাপ্তি দুটি উইকেট। এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ।