মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ছয়টায় প্রদর্শনীর মধ্যে দিয়ে আয়োজনটি সমাপ্ত হবে। কর্মশালাটি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতোমধ্যে দেশের পাঁচটি বিভাগে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে কর্মশালা সম্পন্ন করেছে।
ইতিপূর্বে যারা দেশব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। নিবন্ধিত ও আগ্রহীদের আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর দুইটায় এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানুয়ারি ৩১ এর মধ্যে।
মাধ্যমে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের প্রচেষ্টা হিসাবে এই প্রযোজনাটি মঞ্চস্থ হবে ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালার নিবন্ধন (ফিস মুক্ত) চলছে। মূকাভিনয় চর্চার সাথে যুক্ত ও যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
কর্মশালা পরিচালনা ও প্রযোজনা নির্মাণ করবেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, মাইম আইকন কাজী মশহুরুল হুদা। মশহুরুল হুদা আশির দশকে আইটিআইয়ের বৃত্তি নিয়ে আমেরিকায় মূকাভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ও গবেষণায় নিয়োজিত হন কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে ও কর্মশালায় নিবন্ধন করার জন্য সমন্বয়কারী মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজনের সাথে (০১৭১৪-০৬৫৩৫৩ নম্বরে) যোগাযোগ করার অনুরোধ রইল।
মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় ৭ ফেব্রুয়ারি থেকে
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০১:২৪ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

বদলে যাবে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা

বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধনা

Bangladesh seeks more US investment through DFC financing

রংপুরে দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মধ্যে আলোচনা