বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে রপ্তানি হলো পাঙ্গাস মাছের পোনা।
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৯ এএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
প্রথম চালানে এখ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
বাংলাদেশের ‘জনতা ফিশ’ ও ভারতের ‘পিআর ফুড’ এই আমদানি-রপ্তানির কাজ করে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে পাঙ্গাশের পোনা রপ্তানি করা হয়েছে।
জনতা ফিশের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা।
এ মাছের পোনা আগে অবৈধভাবে ভারতে যেত। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে মাছের হ্যাচারিগুলো আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে এবং দেশে কর্মসংস্থান হবে।
তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে এক লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরো পাঙ্গাশের পোনা রপ্তানি করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
সারাবাংলা রিলেটেড নিউজ

কাঁটাতারের বেড়া ভালোবাসা ভাগ করতে পারেনি!

শিনজো আবে বাংলাদেশের খাঁটি বন্ধু ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত হলেন কুবি শিক্ষক অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী

শিক্ষকতার পাশাপাশি ড্রাগন চাষে লাখপতি নোয়াখালীর শিক্ষক

মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

বগুড়ায় প্রাণবন্ত আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের লাশ আসার পর বাড়িতে মাতম