বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার স্বাস্থ্যের খোঁজ নিতে প্রবেশ করেন ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় ৪০ মিনিট তারা ফিরোজায় ছিলেন।  মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।  

শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিতে উনার বাসভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাবাহিনী প্রধানকে স্বাগতম জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, সেই দোয়া করেছেন সেনাপ্রধান।