এখন অনেক রাত  নিকোষ কালো

আঁধার  মিটিমিটি তারারা জ্বলছে।

দূরে একটি তারা আমায় যেন  হাতছানি দিয়ে ডাকছে।

জানালার পাশে বসে  তুমিও কি ভাবছো আমার কথা

 কোন এক দূরে মিলিয়ে যাওয়া তারাদের মত।

 তোমার আমার দুটি পথ দুটি দিকে গেছে চলে

 মিলবে কি আবার এসে কোন এক বাঁকে ।

মিলে যাবো দুজনে একাকার হয়ে ।

 দুটি প্রান কত খুনসুটি স্মৃতি হয়ে ভাসছে

 কতদিন হলো দেখিনা জোৎসনা আর

 তারাদের মেলা নির্জনে বসে একসাথে ।

 

 

 একটু না হয় ভুল ছিলো আমার

 মেনে নিতে তুমি পারতে ।

আমিও হয়তো বা দেখিনি এমন করে

 যা তোমায় কাঁদিয়ে ফিরছে।

 চলনা আজ এই রাতে সব কিছু ভুলে

 নতুন করে সপ্নটাকে বাঁধি।

একটি নৌকার দুটি মাঝি হয়ে

একসাথে  অজানার দেশে ভাসি।

 

ভোর হয়েছে আমার  

তোমারও কি কম ভোর

হিংসা ছেড়ে স্বচ্ছ হৃদয়ে  এসো

মোর ঘর বিছিয়ে দেব শীতল পাটি

বসতে দেব পিড়ে  খেতে দেব তোমায়

 এই সাত সকালে  গুড় মুড়ি আর চিড়ে দেখবে

তুমি নীল আকাশে  বলাকা বহরের উড়ে যাওয়া

 কমতি হবে না তোমার আমার

 খোলা মনের এই চাওয়া  পাইনি

কিছু হয়েছে তাতে কি  পান্তাভাতে  

ঢেলে দিয়েছি  বাঘাবাড়ীর ঘি।