নিউইয়র্ক (ইউএনএ): বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্ক সিটির
বাংলাদেশী অধ্যুষিত, ‘লিটল বাংলাদেশ’ নামে খ্যাত চার্চ-
ম্যাকডোনাল্ড এলাকাতে আসন্ন চট্টগ্রাম সমিতি’র নির্বাচনে
প্রতিদ্বন্ধিতাকারী ‘তাহের-আরিফ’ প্যানেলের প্রধান নির্বাচনী
কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী
চট্টগ্রামবাসীর উপস্থিতিতে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার এই অফিসের
উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে পবিত্র কোরআন
থেকে তেলওয়াত এবং দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী
স্কলার ড. সাঈয়েদ আনসারুল করিম আল আজহারী। এসময় তিনি পবিত্র
কোরআনের বাণী উল্লেখ করে বলেন- প্রকৃত এবং সৎ নেতৃত্বের প্রতি
আল্লাহ পাকের অশেষ রহমত থাকে। তিনি মোনাজাতে ‘তাহের-আরিফ’
পরিষদের সকল সদস্যদের নির্বাচনে নিরংকুশ বিজয়ের জন্য মহান আল্লাহর
কাছে দোয়া করেন। উল্লেখ্য, ‘সবার জন্য হউক নিরাপদ এবং
গ্রহণযোগ্য চট্টগ্রাম সমিতি’ এই শ্লোগান নিয়ে এবারের
নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন ‘তাহের-অরিফ’ প্যানেল। খবর
ইউএনএ’র।
দোয়া মাহফিল শেষে রং বে রং-এর এক গুচ্ছু বেলুর উড়িয়ে আর ফিতা
কেটে আনুষ্ঠানিকভাবে ‘তাহের-আরিফ’ প্যানেলের প্রধান নির্বাচনী
কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন
পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু। অনুষ্ঠানে
বক্তারা আগামী নির্বাচনে যোগ্য প্যানেল হিসেবে ‘তাহের-আরিফ’
প্যানেলের প্রতি তাদের অকুন্ঠ সমর্থণ জ্ঞাপন করে বলেন, ‘তাহের-আরিফ’
প্যানেলই চট্টগ্রাম সমিতিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে
পারবে। লম্বা সময়ের নানা অনিয়ম এবং বিশৃংখলাকে চ্যালেঞ্জের সাথে
মোকাবেলা করার সামর্থ্য এই প্যানেলের আছে।
সভায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে চট্টগ্রাম
সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সভাপতি
মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম,
সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ, রাজনীতিবিদ ও
সমাজ সেবক আবদুল কাদের মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ
রিজভী চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ও বিশিষ্ট রাজনীতিক
আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক নির্বাচন কমিশনার মফজল

আহমেদ ও মিজানুর রহমান জাহাঙ্গীর, সমিতির সাবেক নির্বাচন
কমিশনার ও অন্তবর্তীকালীন কমিটির সদস্য, সাবেক কোষাধক্ষ্য মীর
কাদের রীসেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল
হোসেন, সাবেক কোষাধক্ষ দিদার আহমেদ, সাবেক সহ-সভাপতি ও
অন্তবর্তীকালীন কমিটির সদস্য আবুল কাশেম (চট্টল কাশেম),
মিরেরশ্বরাই সমিতির সভাপতি মেজবাহ আহমেদ, উপদেষ্টা কাউছার
আহমেদ, ইব্রাহিম দিপু, সাতকানিয়া কেরানিহাট শহর কমিটির
সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যবসায়ী মুজিবুর রহমান ও
নজরুল ইসলাম সহ মোহাম্মদ আনোয়ার, নিখিল বাবু, মোহাম্মদ
হাবিব উল্লাহ, সেলিম উদ্দীন, মোহাম্মদ নুর, মোহাম্মদ আলী,
মোহাম্মদ মিয়া, সাহাবউদ্দিন, ফরিদ আহমদ, সালাউদ্দিন, জাবেদ
হোসেন, তকির আহমেদ, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠাটি পরিচালনা করেন চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ
সম্পাদক এবং ‘তাহের-আরিফ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির
প্রধান মোহাম্মদ সেলিম। সবশেষে শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে
‘তাহের-আরিফ’ প্যানেলের প্রার্থীরা দুটি বিশাল সাইজের কেক
কাটেন।