জানা গেছে আজ ৩০ মার্চ জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার সম্রাট হোসেন (২৩) আজ দুপুরে বিদ্যৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। সে দুপুরে নিজ বাড়ীতে মোটর চালিয়ে গরুকে গোসল করাচ্ছিল এ সময় সে ভেজা শরীরে বিদ্যুতের  তারের লিকেজের কারনে বিদ্যুৎপৃষ্ট হয়,তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে গ্রামের লিয়াকত হোসেনের ছোট ছেলে এবং চুয়াডাংগা সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।