এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য  মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারী, বুধবার ) রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ফিরুজ হোসেন, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল এএসপি নাজরান রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সহ - সভাপতি খন্দকার নাজিমুল হক, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ ছাত্রীদের নিয়ে চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী  অফিসার রুমানা আফরোজ।দিবসটি উপলক্ষ্যে উপজেলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপশনালয়ে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।