এম আব্দুর রাজ্জাক,হারদাম, বগুড়া প্রতিনিধি :


বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৩ নং ওর্য়াডের হারদাম গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (৭০) অদ‍্যই রাত ২:৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহ --- রাজেউন।
(২৫ জানুয়ারি , বুধবার ২০২৩ ইং) বাদ যোহর মরহুমের জানাজার নামাজ নিজ হারদাম গ্রামে অনুষ্টিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছার আলীর প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান করেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার। এছাড়াও সঙ্গে ছিলেন আদমদিঘী থানা অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল ইসলাম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ, পি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হক (আবু)।
আদমদিঘী থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছার আলীর প্রতি গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আদমদিঘী থানা কমান্ডার সহ ছাতিয়ানগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, বীর বেলাল হোসেন,বীর জসীম উদ্দিন,বীর আজিজার রহমান, স্হানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ অনেকেই।

উক্ত জানাজার নামাজে শরীক হন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী উপজেলা, ছাতিয়ানগ্রাম ইউ, পি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও মরহুমের আত্মীয় স্বজন সহ হারদাম, বাগবাড়ী, অন্তাহার, নিমাইদিঘী এবং কলাবাড়িয়া গ্রামের ধর্মপ্রান মুসল্লি বৃন্দগন।

বীর মুক্তিযোদ্ধা আনছার আলী বেশ কিছু দিন কিডনি সমস্যায় ভুগতেছিলেন। তিনি মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭০), মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তান, নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

উক্ত জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার রাষ্ট্রীয় মর্যাদায় তার হারদাম গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু) সাহেব, বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছার আলী এর মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি, গভীর শোক প্রকাশ করছি। তিনি দীর্ঘ বছর যাবৎ ছাতিয়ানগ্রামে বিভিন্ন সামাজিক উন্নয়নে সততার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার অবদান আমাদের কাছে চীর স্বরনীয় হয়ে থাকবে এবং বাঙ্গালী জাতি তাকে কোন দিন ভুলবে না।

এছাড়াও মাননীয় চেয়ারম্যান আব্দুল হক (আবু) বলেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ভাই হারদাম গ্রামের বাসিন্দা। সে একজন সাদা মনের মানুষ ছিলেন।
সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সে হারদাম গ্রামের একজন সমাজ সেবক ছিলেন, তাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত।

মহান আল্লাহ্ তায়ালা তার ভুল ক্রুটি মার্জনা করে তাকে বেহেশত নসীব করুন আমিন।