এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
রাজশাহীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় যাতায়াতের ‘বিশেষ ট্রেন’ থেকে পড়ে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার ৩০ জানুয়ারি )দুপুরে মুসা সরকার (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
মুসা সরকারের বাড়ি নাটোর সদরের কেশবপুর এলাকায়। গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে আহত হওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহীর মাদ্রাসা মাঠে গতকাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাতায়াতের জন্য পশ্চিমাঞ্চল রেলের আটটি ট্রেন আওয়ামী লীগের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল। এর একটি ট্রেন নাটোর থেকে এসেছিল। এই ট্রেনে মুসা গতকাল সকালে জনসভায় এসেছিলেন। সন্ধ্যার পরে এই ট্রেনে ফিরে যাওয়ার সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে ট্রেনের ছাদ থেকে পড়ে যান।
ট্রেন থেকে পড়ার খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মুসা সরকারের ভাই ইসরাফিল সরকার। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই কৃষিকাজ করেন। সেভাবে রাজনীতি করেন না। এমনি দল সমর্থন করেন। বাড়িতে ছিলেন বলেই জনসভায় এসেছিলেন।
ট্রেন থেকে পড়ার পর মুসা সরকারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই দুই ছাত্রের একজন উৎপল চন্দ্র পাল বলেন, সন্ধ্যার একটু পর তিনি ও সহপাঠী আশরাফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে অবস্থান করছিলেন।
এ সময় তাঁরা দেখতে পান জনসভাফেরত নাটোরগামী বিশেষ ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি পড়ে যান। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁরা ওই ব্যক্তির মুঠোফোন নিয়ে সর্বশেষ কথা বলা একটি নম্বরে ফোন দিয়ে পরিচয় নিশ্চিত হন।
উৎপল চন্দ্র বলেন, মুসা সরকারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা অবস্থা দেখে আইসিইউতে নেওয়ার জন্য সুপারিশ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিন ব্যাগ রক্তের প্রয়োজন। আশরাফুল ইসলাম এক ব্যাগ দিয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে উৎপল আরেক ব্যাগ রক্ত দেন। খবর পেয়ে মুসার ভাই ও বোন আসেন।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ওই ব্যক্তিকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে ছিলেন। আজ বেলা একটার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে দিয়ে মৃত ঘোষণা করা হয়।
রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার ‘বিশেষ ট্রেন’ থেকে পড়ে একজনের মৃত্যু
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:৫৮ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

একজন অটো গাড়ি চালক ও বংশীবাদক

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান বিজয় দিবস উদযাপন

১১ই ফেব্রুয়ারি সারা দেশে বিএনপি’র পদযাত্রা

মধ্যরাতে জ্বলছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

বেনাপোল চেকপোস্ট দিয়ে হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে টাকা, ডলার

Ambassador Imran meets Acting US Secretary of Labor Julie Su, discusses labor situation in Bangladesh

নিউইয়র্কস্হ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ গণহত্যা দিবস পালন

যুক্তরাষ্ট্র আমাদের কি সবক দেবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের