চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদীর মাটি অবৈধভাবে কেটে বিক্রির অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মনোহরপুর গ্রামের কাবুলের চর এলাকার ভৈরব নদীর মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে বুধবার(২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
অভিযানে অবৈধভাবে ভৈরব নদীর মাটি কেটে বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় উপজেলার মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র বহুল আলোচিত বাবলুর রহমান ওরফে মাটি বাবা ওরফে মাটি বাবলু ও জসিম উদ্দিন নামের দুইজন কে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় মাটি বহন করার কাজে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।