এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ১১ ফেব্রুয়ারি রবিবার  বিকেল ৩ টায় বগুড়ার আদমদিঘী উপজেলার  ছাতিয়ানগ্রাম ডাচ- বাংলা এজেন্ট ব‍্যাংক এর তথ্য হাল নাগাদ ও গ্রাহক সমাবেশ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ডাচ- বাংলা ব‍্যাংক  বগুড়া এজেন্ট  এরিয়া অফিসার শ.ম আশরাফুর ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনিয়ন  আঃ লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ইউপি সদস্য  সুদেব কুমার ঘোষ, আনোয়ার হোসেন জীবন, আঃ হাই লুলু,  আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর গোলাম মোস্তফা, পেশ ইমাম  আলাউদ্দিন হুজুর, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, মাহাবুবুর রহমান (ফটিক), এখলাছ হোসেন, মুকুল হোসেন, আহসান হাবিব ধলু, আব্দুর রাজ্জাক ও গ্রাহক বৃন্দ এবং  বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ।আয়োজনে: মের্সাস লিজার টাইম ট্রের্ডাস, ছাতিয়ানগ্রাম, আদমদিঘী বগুড়া।