এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে এবং খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। কিন্তু মহান সৃষ্টিকর্তা সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন মানুষ ও দেশের কল্যানের জন্য।সোমবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট  গ্রেনেড হামলার প্রতিবাদে আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, শেখ হাসিনা কারো কাছে কখনও মাথানত করেনি এবং করবে না। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচনে উন্নয়নের কারণে ও মানুষের ভালোবাসায় শেখ হাসিনাকে জনগন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। শেখ হাসিনার নেতৃত্বেই দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুূল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, রাজা চৌধুরী, এডভোকেট নৃপেন্দ্রনা মন্ডল,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার  মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা , সদর উজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।