এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আদমদিঘী উপজেলায় প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট প্রতিষ্টানের প্রধানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। (বুধবার ০৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  এ মত বিনিময় সভা  অনুষ্টিত হয়।।আদমদিঘী উপজেলা নির্বাহী  অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ফিরুজ হোসেন, আদমদিঘী- দুঁপচাচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র  অধিকারী,  থানা অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী,  উপজেলা নির্বাচন  অফিসার জাহাঙ্গীর  আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, প্রকৌশলী রিপন কুমার শাহা প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী  ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা বিধান, ভোট গ্রহনকারী সকল কর্মকর্তা সাথে সমন্বয় রেখে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।