ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা- ১৪ আসনে প্রার্থী জেড আই রাসেল তার নির্বাচনি এলাকায় শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছেন। ১৯ ডিসেম্বর দিনভর তিনি তার নির্বাচনি এলাকায় শতশত নেতাকর্মীদেরকে নিয়ে বিজয় মিছিল করেন। এ সময় ঢাকা-১৪ আসনের সাধারণ জনগণ সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।



পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, কল্যানপুর, শ্যামলী, গাবতলি সহ বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগনকে অনুরোধ জানান। 

এসময় নেতাকর্মীরা জেড আই রাসেলের পক্ষে স্লোগান দেন ও জনগনের কাছে ভোট প্রার্থণা করেন। ‘সাত তারিখ সারাদিন, ঈগল মার্কায় ভোট দিন’; ‘আল্লাহর যদি রহম হয়, ঈগল মার্কার হবে জয়’; ‘ফড়ছে পাকি দিচ্ছে ডাক, ঈগল মার্কা জিতে যাক’; ইত্যাদি নানা স্লোগানে নেতাকর্মীর ঢাকা-১৪ আসনের রাজপথ মুখরিত করে তোলেন।

বিজয় মিছিল ও শোভাযাত্রার জেড আই রাসেল তার ‘ঈগল’ নির্বাচনী প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় জেড আই রাসেল আশা করে বলেন, ‘ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।’ এ সময় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ সহ প্রবাসের বহু আওয়ামী লীগ নেতাকর্মী জেড আই রাসেলের নির্বাচনী শোভাযাত্রা ও বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। 

News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV