এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ১৪ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩ রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে উৎসবমুখর আনন্দ নিয়ে অনুষ্ঠিত হলো রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে দিবস উদযাপন এবং শ্রোতা সম্মেলন ।এই অনুষ্ঠানের মূলসুর ছিলো, “সত্য প্রচারে আমরা একনিষ্ঠ”। যে সত্য মানুষকে আলোর পথ দেখায়। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্রিস্টান, মুসলিম এবং হিন্দু ভাই-বোনেরা মিলে প্রায় ১২০জন শ্রোতা উপস্থিত ছিলেন।
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের যে লক্ষ্য ও উদ্দেশ্য তা হলো, “জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সত্য প্রকাশ ও প্রচার করা। আর এই লক্ষ্যেই রেডিও ভেরিতাস এশিয়া (R.V.A ) প্রচার কাজ চালিয়ে যাচ্ছে” যা আমাদের সামনে আজ দৃশ্যমান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি হিসেবে বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশ, প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশপ জেমস রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ এবং সামাজিক যোগাযোগ কমিশনের চেয়ারম্যান, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ, বিশেষ অতিথি রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার প্যাট্রিক গমেজ, খ্রীষ্টীয় ঐক্য ও আান্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি, ডেভিড হেম্ব্রম, পরিচালক, রাজশাহী কারিতাস অঞ্চল, স্বপন মন্ডল, সিনিয়র ম্যানেজার, ওর্য়াড ভিশন বাংলাদেশ, রাজশাহী, ফাদার বাবলু কোড়াইয়া, পরিচালক, খ্রিষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, মিসেস রুথ হাঁসদা, ধর্মপ্রদেশের বিভিন্ন ফাদারগণ, সিস্টারগন এবং বিভিন্ন জেলা থেকে শ্রোতা ক্লাবের প্রতিনিধি গন এবং আরভিএ’র শ্রোতা-বন্ধুরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রোতা বন্ধুদের মধ্যে বগুড়ার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন পারভেজ, রাজশাহীর নুরুজ্জামান, সালাহউদ্দিন ডলার, আব্দুস সামাদ মাস্টার, আশিক ইকবাল টোকন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, কামরুন নাহার শিলা, এস এমজি হাবিব, সাইফুল ইসলাম থান্দার, ঢাকার প্রকৌশলী মন্জুরুল আলম রিপন, ফরিদপুরের গোলাম সরোয়ার, কুষ্টিয়ায় ওবায়দুল্লাহ পিন্টু, চাঁপাইনবাবগঞ্জের আব্দুল মান্নান মাস্টার, কিশোরগঞ্জের সাহাদত হোসেন, সিলেটের চাঁন মিয়া, রংপুরের আতাউর রহমান রন্জু, পাবনার অশোক কুমার বিশ্বাস, এস এম আব্দুল্লাহ রানা, নঁওগার সুলতান মাহমুদ। এছাড়াও রাজশাহী এবং নাটোরের বনপাড়া থেকে অসংখ্য শ্রোতা বন্ধুগন উপস্থিত ছিলেন এবং তিন জন প্রতিবন্ধী শ্রোতা উপস্থিত ছিলেন।
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “দর্শক ও শ্রোতা বন্ধুরাই হচ্ছে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রাণ । র্দীঘ এই ৪৩ বছরের পথ চলায় শ্রোতারাই রেডিও ভেরিতাসের মূল চালিকা শক্তি ও প্রেরণার উৎস।”
ফাদার আরো বলেন, “রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সত্য প্রকাশ ও প্রচার কাজ চালিয়ে যাচ্ছে যা আমাদের সামনে আজ দৃশ্যমান। তাই আসুন আমরা নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরি রেডিও ভেরিতাসের মধ্যদিয়ে গোটা বিশ্বের কাছে। আর সত্য প্রচারে ও প্রকাশে আমরা চলি একসাথে।” এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী একজন শ্রোতা, কামরুন নাহার শীলা বলেন, “আমি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ এই শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করে আমি আমার জীবন সঙ্গী খুঁজে পেয়েছি এবং সুখি পরিবার গঠন করতে পেরেছি। তাই প্রতি বছর আমি আমার পরিবারকে নিয়ে এই শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশপ জেমস রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ এবং সামাজিক যোগাযোগ কমিশনের চেয়ারম্যান বলেন, “নির্বাক মানুষের কন্ঠস্বর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ। আর ভেরিতাস অর্থ হলো সত্য। আর সত্য মানুষকে আলোর পথ দেখায়।” “এই সত্যকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার জন্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে, রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল”, বলেন বিশপ জেমস্ রমেন।তিনি আরো বলেন, “এবছর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ ৪৩ তম দিবস ও শ্রোতা সম্মেলন উদযাপন করছে যা সত্যিই অনেক আনন্দের কারণ এখানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল শ্রোতারা একএে মিলিত হতে পেরেছি যা আন্তঃধর্মীয় সংলাপের একটি বহ্নি প্রকাশ। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ সকলকে নিয়ে একসাথে সত্য প্রচারে ও প্রকাশে কাজ করবে আমি এই প্রত্যাশা করি।”
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের একনিষ্ঠ ও নিয়মিত শ্রোতা এম আব্দুর রাজ্জাক বলেন, “আমি স্কুল জীবন থেকে পড়া-শুনা করার সময় থেকেই এই রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বিভিন্ন অনুষ্ঠান শুনছি এবং দেখছি যা আমার জীবনকে অনেক পরিবর্তন করেছে আমি ভেরিতাসের সঙ্গে জীবনের শেষ পযর্ন্ত থাকব। তাই আমি রেডিও ভেরিতাস এশিয়া’র সকল কর্মী ভাই-বোনদের অনেক ধন্যবাদ জানাই।”অনুষ্ঠানের বিকেলে রেডিও ভেরিতাস বাংলা বিভাগ থেকে বিভিন্ন শ্রোতাদের মাঝে ধন্যবাদ ও কৃতজ্ঞতার স্মারক বস্তু হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য যে, ১৯৬৯ খ্রিস্টাব্দে ১১ এপ্রিল এশিয়ার কাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন, সত্যকে মানুষের কাছে প্রচার করার জন্য। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে এশিয়ার ২২টি ভাষায় বর্তমানে প্রায় ২০০ কোটি অধিক মানুষের কাছে এই সত্যবাণী প্রচার করা হচ্ছে। বাংলা ভাষায় রেডিও ভেরিতাসের এর সত্য বাণী প্রচার শুরু হয় ১৯৮০ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর যা আজও চলমান রয়েছে। গোটা বিশ্বের কাছে নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরে রেডিও ভেরিতাস এশিয়া ।