সাইফুর রহমান ওসমানী জিতু

এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লস এন্জেলেস বাংলাদেশ কনসূলেট অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয় । বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে লস এন্জেলেস শহরের উইলশায়ার সড়কের ‘One Banquet’ ( ওয়ান ব্যানকোয়েট) হলে বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেন।বাংলাদেশের পাটজাত শিল্প, হস্ত চালিত তাঁত শিল্প, নকশী কাঁথা, মৃৎ শিল্পসহ বাংলাদেশের কুটির শিল্পে তৈরী বিভিন্ন পন্য-সামগ্রী বহি:বিশ্বে বাজারজাত ও বিদেশীদের কাছে আকৃষ্ট করার লক্ষ্যে মনোরম সাজে মিলনায়তনকে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা অনেকে আগ্রহ নিয়ে বাংলাদেশের তৈরী পন্য সামগ্রীগূলো ঘূরে ঘূরে দেখেন।

লস এন্জেলেস বাংলাদেশ কনসূলেট অফিসের কনসাল জেনারেল সামিয়া আন্জুম বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আগত অতিথিদের স্বাগত জানান। এ সময় লস এন্জেলেস বাংলাদেশের কনসূলেট অফিসের সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

কনসাল জেনারেল সামিয়া আন্জুম স্বাগত বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিগত বছরগূলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি বিদেশের মাটিতে তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে লস এন্জেলেস শহরের প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ইফতার ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকালে লস এন্জেলেস কনসুলেট অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। লস এন্জেলেস বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আন্জুম, কনসূলেট অফিসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশ নেন।