এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : সাহিত্য পত্রিকা কবিতা সংক্রান্তি প্রকাশ করেছে ‘কবি কামাল চৌধুরী সংখ্যা’। সংখ্যাটি প্রকাশিত হয়েছে কবি কামাল চৌধুরীর জন্মদিনে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কামাল চৌধুরীর ৬৬তম জন্মদিন উদযাপন ও পত্রিকার এই সংখ্যাটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। কবিতা সংক্রান্তি কামাল চৌধুরী সংখ্যা ও কামাল চৌধুরীর কবিতা নিয়ে আলোচনা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, কবি তারিক সুজাত, কবি শামীম রেজা, কবি সাইমন জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিতা সংক্রান্তির সম্পাদক রনজু রাইম।অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শিহাব শাহরিয়ার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।