পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার(২৪ জুন) সকাল ৯ টায় উথলী ইউনিয়নে ৮ টি গ্রামে মোট ১১৮৮ জন হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর ইন্সট্রাক্টর (ইউআরসি) ও ট্যাগ অফিসার মো.আনারুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ,ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন, প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান মঈন, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, আবু সায়েম বিশ্বাস,জাহাঙ্গীর আলম, আরমান,রতন,ফরহাদ সহ অনেকে।