এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : যথাযোগ্য মর্যাদায় বগুড়ার, আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ মার্চ মঙ্গলবার ) উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং পুরষ্কার বিতরণীসহ যথাযোগ্য মর্যাদায় এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে সূর্যেদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৬ টায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজসহ নানা সামাজিক প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে ৮টায় উপজেলার আদমদীঘি আই পি জে উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসারও ভিডিপি, স্কাউটস, রোভার, গার্লস গাইড সম্মিলিত অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শনী হয়। শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্ব করেন।এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মাহমুদুর রহমান পিন্টু এবং থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী সালাম গ্রহণ করেন।
এরপর কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়। এরপর ১২ টায়, উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ জাতীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লা আল মেহেদী( বাঁধন )।এছাড়াও বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, অধ্যক্ষ আব্দুর রহমান এবংসাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভুমি ) ফিরোজ হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা তোফিক আজিজ, প্রকৌশলী রিপন কুমার সাহা, মহিলা ও শিশু কর্মকর্তা বরুন কুমার পাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু ।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন এবং বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ।