এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায় অভিযান চালায়।
র্যাব জানায়, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বেঁচা-কেনার করার উদ্দেশ্যে অবস্থান করছে গোপন এমন খবর পেয়ে আভিযানিক দলটি বেলা সাড়ে ১১ টা দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী শামীম রেজা (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর কাছ হতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৪৩ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। দর্শনা থানায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। শামীম চুয়াডাঙ্গার জীবননগর থানার ছটাংগা পাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।