“বিশ্ব শ্রমিক” দিবস উপলক্ষে বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (BCSM) এর  তেজগাঁও ইউনিট, ২ টাকায় শরবত বিতরণ করেন গত ১ মে।  শ্রমিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শ্রমিক দিবসে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন সংগঠনটি। প্রতিবছর বিভিন্ন দিবসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও এই প্রথম বিশ্ব শ্রমিক দিবসে পেশাজীবি মানুষের কথা চিন্তা করে এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন বিসিএসএম এর সদস্যগণ।

বিসিএসএম- এর সদস্যরা শ্রমিক দিবসে সকাল থেকে তেজঁগাও গির্জার সংলগ্ন রাস্তায় শরবত বিক্রি করেন। বিভিন্ন শ্রমজীবি মানুষের মধ্যে প্রায় ৪০ লিটার শরবত বিতরণ করা হয় । বিশেষ করে রিক্সাচালক এবং অন্যান্য শ্রমজীবি মানুষের জন্য এই উদ্যোগটি গ্রহণ করেন। বিসিএসএম- এর সদস্য নিভৃত কস্তা বলেন, বিসিএসএম  এর পক্ষ থেকে প্রত্যেক বছরই সমাজসেবা মূলক আমাদের কিছু পরিকল্পনা থাকে। গত বছর ও আমরা শ্রমিকদের জন্য কিছু কাপড় এবং উপাদেয় কিছু খাদ্য বিতরণ করেছিলাম। এই বছর চিন্তা করলাম শ্রমিকদের জন্য ভিন্ন কিছু করার। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে আমরা শ্রমিকদের জন্য কিছু একটা করতে পারছি।সংগঠনের সকলের সহযোগিতায় বছরের বিভিন্ন সময় আমরা ছোট ছোট কাজের মধ্যদিয়ে চেষ্টা করি কিছু অর্থ সঞ্চয় করতে, আর সেই অর্থ থেকেই আমরা কিছু সেবা মূলক কাজ করার চেষ্টা করি। অনেক সময় আমাদের পিতামাতাও আমাদের বিভিন্ন কার্যক্রমে আর্থিক ভাবে সহযোগিতা করে থাকেন।রৃশিতা রোজারিও বলেন,অনেক ভালো লাগছে, প্রথমে ভাবিনি যে এত সাড়া পাব। যারা শরবত খাচ্ছিলেন তারা আমাদের খুব প্রশংসা করছিলেন যে ছাত্র- ছাত্রী হয়েও আমরা শ্রমিকদের জন্য কিছু করতে পারছি। শরবত খাওয়ার পর অনেকেই আমাদের আশির্বাদ করছিলো তখন আমার খুব ভাল লাগছিল।

উল্লেখ্য, বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্টস মুভমেন্ট, যা বিসিএসএম নামে পরিচিত । বাংলাদেশে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ক্যাথলিক ছাত্র-ছাত্রীদের দ্বারা গঠিত এই সংগঠন। ১৯৯১ সালে বাংলাদেশে বিসিএসএম এর কার্যক্রম শুরু হয়েছিল এবং তা অব্যাহত রয়েছে।বিসিএসএম, IMCS (ইন্টারন্যাশনাল মুভমেন্ট অফ কাথলিক স্টুডেন্টস) দ্বারা অনুপ্রাণিত এবং “বাংলাদেশ এপিস্কোপাল কমিশন ফর ইয়ুথ” এর সাথে সংযুক্ত। বর্তমানে বাংলাদেশের ৮টি কাথলিক ডায়োসিসে বিসিএসএম এর কার্যক্রম বিদ্যমান রয়েছে।