এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :



গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাব বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন এবং প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেন বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক, ৩১’গাইবান্ধা-৩ (আসন) মাননীয় সংসদ সদস্য এ্যাড, উম্মে কুলছুম স্মৃতি এমপি।

২৫’সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব’র বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শনের পর প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা সভায় স্মৃতি এমপি বলেন,সাংবাদিকরা জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেজন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মূলক কর্মকান্ড গুলো তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে আমার নির্বাচনী যে সমস্ত এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সেগুলো অবশ্যই তুলে ধরে সংবাদ পরিবেশন করার আহবান জানান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করার জন্য নির্দেশনা প্রদান করেন।পরিশেষে, তিনি পলাশবাড়ী প্রেসক্লাব কে মডেল প্রেসক্লাবে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সাহিত্য কেন্দ্র ও পাঠাগারের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে যেনো পাঠকেরা জানতে পারে। সেই সাথে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর ইতিহাস এবং ঐতিহ্য জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং উজ্জীবিত করতে হবে,এবং এই পাঠাগার থেকে শিক্ষার আলোকরশ্মি ছড়িয়ে পলাশবাড়ীবাসীকে আলোকিত করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিপি রফিকুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য রফিকুল ইসলাম,প্রেসক্লাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া,নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু।এ সময় প্রেসক্লাব’র কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।

উল্লেখ্য-গত ৯’সেপ্টেম্বর ২০২২ বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।