চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার উদ্দিন(৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।  রবিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলা শহরে চ্যাংখালী সড়কের মুকুল টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে।নিহত আনছার উদ্দিন জীবননগর পৌর এলাকায় ২নং ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার  বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে আনছার উদ্দিন বাইসাইকেলে চড়ে বাজারের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে মুকুল টাওয়ারের নিকট পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে বাইসাইকেল থেকে রাস্তার উপরে পড়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত পান তিনি। আশেপাশের মানুষেরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।