স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের পৌঁছান। এর আগে তিনি বিকাল ৫টা ২৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) হাসপাতালে নেয়া হচ্ছে। খালেদা জিয়া হাসপাতালে যাবেন এমন খবর পেয়ে দলের নেতাকর্মীরা গুলশানে তার বাসভবনের সামনে ভিড় করেন। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।
হাসপাতালে বেগম খালেদা জিয়া
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১০:৩০ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বগুড়ায় শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার বিতরণ
.jpeg)
২৩ দিনের টানা তাপদাহের পর নামল বৃষ্টি চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় বিনামূল্যে হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দিলেন ডাঃ জনি

শেরেবাংলা ফজলুল হকের প্রয়াণ দিবস

বগুড়ায় সিঁদুররাঙা হাসিমুখে নেচে গেয়ে দেবীকে বিদায়

গুরুত্বপূর্ণ বাঁকে রাজনীতি, বঙ্গভবনে সাহাবুদ্দিন

দর্শনায় ৫ কেজি গাঁজা সহ আরমান ও রেজোয়ান গ্রেফতার

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’-- আইনমন্ত্রী আনিসুল হক