আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হবে, অন্য দেশের পরামর্শে না। অন্য দেশের নির্বাচনে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথাব্যথা থাকবে?  দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন  শনিবার (২৯ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।   ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে। বিএনপির মাথায় এখনও তত্ত্বাবধায়ক সরকারের ভূত। কোন লাভ হবে না, তত্ত্বাবধায়ক সরকার আর এ দেশে ফিরবে না।  ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন গণতন্ত্র চান? জিয়া-খালেদা গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপির গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। বিএনপি তো নিজেই এ দেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে।  

ভোট পাওয়ার জন্য বিএনপির একটাও দৃশ্যমান সফলতা নেই উল্লেখ করে তিনি বলেন, মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি এ দেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।  বাংলাদেশে যারা আন্দোলনে জেতে তারাই নির্বাচনে জেতে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান ও নানা আন্দোলনের চেষ্টা করে শুরুতেই বিএনপি হোঁচট খেয়ে যায়, বাস্তবে মানুষ কোনো আন্দোলন দেখতে পারেনি। তারা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো।  সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান-ওয়াশিংটন গেছেন নিজের জন্য নয়, দেশের জন্য। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাঁড়াতে সাহায্য নেওয়া হচ্ছে। বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না- অর্থনৈতিক সামর্থ্যের ওপর ভিত্তি করে নিচ্ছি, বাংলাদেশের অর্থনীতি এখন সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।