বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ ছিল স্মরনকালের সেরা আয়োজন।হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক শ্রোতা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সরব উপস্থিতিতে আধুনিক শরীয়তপুরের উন্নয়নের রুপকার মাননীয় উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম কর্তৃক স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চমৎকার উদ্দিপক বক্তব্য উপস্থিত সকলের নিকট অত্যন্ত প্রশংসিত হয়। তিনি স্কুলের উন্নয়নে তাঁর প্রচেষ্টা বরাবরের মত অব্যাহত রাখবেন মর্মে আশাবাদ ব্যক্ত করে ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুলটিকে জেলার সেরা প্রতিষ্ঠানে রুপান্তরের লক্ষ্যে শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান।তিনি তাঁর অব্যাহত সহযোগীতার আশ্বাস প্রদান করে অচিরেই স্কুলের চারিদিকে একটি বাউন্ডারি দেয়াল নির্মানের অঙ্গীকার ব্যক্ত করেন।স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক শেখ নুরুল আমিন রতন ও তাঁর সহকর্মীদের অনবদ্য সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানটি ছিল নানা বৈচিত্র্যে ভরপুর। দেশাত্মবোধক সঙ্গীতের সুর মুর্চ্ছনায় স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত সমবেত নৃত্য, একক নৃত্য, সঙ্গীত, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত নানাবিধ অনুষ্ঠান মালা, মঞ্চায়িত নাটক, অতিথি শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের সুর লহমা মাঠে উপচেপড়া দর্শক শ্রোতাদের দীর্ঘসময় পর্যন্ত মোহাবিষ্ট করে রাখে।আমরা প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতিতে উপমন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করি।

-আবদুস সোবহান মাতবর প্রাক্তন ডিজিএম, বিপিসি ও এসএসসি- ব্যাচ- ১৯৭০ খ্রীঃ