মোঃ আলী খান বাবুল

  আজ ২২ মার্চ রোজ বুধবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধা পুরস্কার বিতরণী,দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৩ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম খান যুগ্ম সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী খান বাবুল ম্যানেজিং ডিরেক্টর লতিফ গার্ডেন সিটি, আসমা আক্তার রুমা বিশিষ্ট সমাজসেবী এবং  লুবনা বেগম স্কুলের প্রাক্তন ছাত্রী ও বিশিষ্ট সমাজসেবী। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় বক্তব্যের পালা। বক্তব্যের মাঝে দোয়া করা হয়। বক্তব্যের পালা শেষে মেধা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।