মোঃ আলী খান বাবুল
২৪ ফেব্রুয়ারী, রোজ শুক্রবার সকাল দশটায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনে "চুড়াইন সা'আদাতুদ দারাইন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা"র শিক্ষা প্রদর্শনী ও বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল মাহমুদ কিন্ডারগার্টেন বোর্ডের কো-চেয়ারম্যান হযরত মাওলানা নূর-হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক থেকে আগত নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক আসাদ জামান।
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন; লতিফ গার্ডেন সিটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলী খান বাবুল, আবহাওয়া অধিদপ্তরের ইন্জিনিয়ার আবু সাজ্জাদ চৌধুরী স্বাধীন, বিশিষ্ট ব্যাবসায়ী মোশারফ হোসেন ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রদর্শিত শিশুদের বাংলা, আরবি ও ইংরেজি সুন্দর হাতের লেখা প্রশংসার দাবি রাখে।
শুরুতে ছোটছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত, হাদীস বর্ণনা ও হামদ-নাত পরিবেশন করে।এরপর ছিল বক্তব্যের পালা। বক্তব্য দিতে গিয়ে মোঃ আলী খান বাবুল মাদ্রাসাটির উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করার ঘোষণা দেন।অনুষ্ঠানের শেষে ছিল প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়াও প্রতিজন ছাত্র-ছাত্রীকে সান্ত্বনা পুরস্কারও দেয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের নিজস্ব জায়গায় নুতন ভবন নির্মাণের জন্য সবার কাছে সাহায্য সহযোগিতা চাওয়া হয়। উল্লেখ্য যে বর্তমানে যে যায়গায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে তা নিজস্ব জায়গায় নয় এবং তিন শতাধিক ছাত্র-ছাত্রীর জায়গা সংকুলানেও সমস্যা হচ্ছে।