এম আব্দুর রাজ্জাক, ( ছোট আখিড়া ), বগুড়া থেকে : "ছোট আখিড়া পীরে কামেল মরহুম খন্দকার মোজাফফর হোসেন ( রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠিত "। বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৯ নং ওর্য়াডের ছোট আখিড়া পীরে কামেল মরহুম খন্দকার মোজাফফর হোসেন (রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি -২০২৩ খ্রি. মঙ্গলবার , বাদ আসর হতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া পীরে কামেল মরহুম খন্দকার মোজাফফর হোসেন ( রহঃ) মাজার শরীফের কমিটির আয়োজিত ১০০ তম বার্ষিকী ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠানে পীরজাদা আলহাজ্ব খন্দকার খলিলুর রহমানের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাচ্ছিরে কোরআন হাফেজ ক্বারী মাওলানা মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, ( ইমাম ও খতিব বড় সাদিপুর জামে মসজিদ সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা)। ২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হযরত মাওলানা মোঃ মাসুদ রানা ( কামেল এম এ আদমদিঘী), ৩য় বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ আলেম মোঃ আলমগীর হোসেন ( পেশ ইমাম উথরাইল উত্তরপাড়া জামে মসজিদ, আদমদিঘী বগুড়া )। উক্ত ওয়াজ মাহফিলে আরও ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন। ছোট আখিড়া পীরে কামেল মরহুম খন্দকার মোজাফফর হোসেন ( রহঃ) এর মাজার শরীফ আয়োজিত ১০০ তম বার্ষিকী ইছালে ছওয়াব ও ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খাঁন রাজু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা বগুড়া এবং চেয়ারম্যান, আদমদিঘী উপজেলা পরিষদ,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মৃল্যবান বক্তব্য রাখেন ছোট আখিড়া গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।
তিনি বলেন, আমার জন্ম স্হান ভূমি হলো ছোট আখিড়া গ্রামে। আমি এই গ্রামে শৈশবের কিশোর থেকে যৌবন বয়স কাটিয়ে যাচ্ছি। আমার গ্রামের এই মুরুব্বী পীরে কামেলের মুরহুম সাহেবের বসত বাড়ি ছিল। (মহান আল্লাহ্ পাক সবাই কে তৌফিক দান করুন। আমিন) এ ছাড়া ছোট আখিড়া ইছালে ছওয়াব ও ওরশ মোবারক পীরে কামেল খন্দকার মোজাফফর ( রহঃ) মাজার শরীফ ও ওরশ মোবারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাইফু্ল্লাহ আল মেহেদী বাঁধন, (যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক আদমদিঘী উপজেলা আওয়ামী লীগ )। জনাব মোঃ মশিউর রহমান সজল ( সাধারণ সম্পাদক আওয়ামী সেচ্ছাসেবক লীগ, আদমদিঘী উপজেলা শাখা বগুড়া। মোঃ আলী মর্তুজা কিনা, ছাতিয়ানগ্রাম ইউ পি সদস্য। মো নাহেদুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আঃ লীগ, মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদস্য, আদমদিঘী, বগুড়া এবং বগুড়ার " নিউইয়র্ক বাংলা ডটকমের পত্রিকার " সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী) বগুড়া, সহ এলাকার বেশ গন্যমান্য বাক্তিবর্গ সহ প্রমুখ। এছাড়াও বিরাট ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, ছোট আখিড়া গ্রামের সকল হাজী সাহেবগন এবং বড় আখিড়া, ডহরপুর, ইন্দইল, চক সাবাদ, নিমাইদিঘী, পশ্চিম সিংড়া ও পূর্ব ঢাকা রোড সহ বিভিন্ন গ্রামের এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।
উক্ত ইছালে ছওয়াব ও ওরশ শরীফে সভা পরিচালনা করেন সাবেক মেম্বার হেলাল উদ্দিন , ছোট আখিড়া। এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ছোট আখিড়া পীরে কামেল মরহুম খন্দকার মোজাফফর হোসেন ( রহঃ) এর ইছালে ছওয়াব এবং ১০০ তম বার্ষিকী ওরশ ও বার্ষিক ওয়াজ মাহফিল।