'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে'- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ আজ (১৮ মার্চ ২০২৪) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে । অনুষ্ঠানের সূচনালগ্নে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা'র নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ ও ১৯৭৫ এর সকল শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন এমপি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুদের জন্য পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়লা আবর্জনা দূর করে পরিবেশ দূষণমুক্ত রাখার প্রত্যয়ে তিনি আত্মনিয়োগ করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০২৪ উপলক্ষ্যে গৃহিত সকল কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা দিবসটির বিশেষ তাৎপর্যের কথা তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতাসহ সকল আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ নেতৃত্ব ও অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সে কারনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক বলে তিনি মন্তব্য করেন। শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর চরিত্রে যে দৃঢ়তা, দেশপ্রেম, মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলী প্রতিফলিত হয়েছিল তা আজকের সব শিশুর জন্য অনুপ্রেরণার উৎস বলে তিনি যোগ করেন।
জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কনসাল জেনারেল শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করে তাদের শারিরীক, মানসিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতারি ও নৈশভোজ পরিবেশনের E GENE দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ১০:২৭ এএম
.jpeg)
সারাবাংলা রিলেটেড নিউজ

নতুন মাইলফলকে জয়া আহসান

প্রেমের টানে সাভারে এসে বিয়ে করলেন সাইপ্রাসের তরুণী

বিভিন্ন দলে নানা ‘পাপিয়া’, যুবনেত্রীদের হেনস্থা কার্যত জলভাত

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা

Eminent journalist, freedom fighter Badiul Alam passes away

বগুড়ায় বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ

"নওগাঁ জেলায় ধর্মপ্রচারক মহাপুরুষ"

বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়াল গ্রামে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা