মিনহাজ আহমেদ

ইয়র্ক শহরের পশ্চিম দিকে সর্পিল হাডসন নদীর সমান্তরাল  মাথার উপর দিয়ে চলে যাওয়া একটি পরিত্যক্ত রেল লাইন ছিলো। দীর্ঘদিন ওটার কেউ খো‍ঁজ খবর রাখেনি। বিগত দুই দশকের উন্নয়নের হাওয়ায় এখন সেটা একটি মনোরম উদ্যান, নাম হয়েছে হাই লাইন। পুরো স্থানটিকে দৃষ্টিনন্দন সবুজ লতাগুল্ম দিয়ে সাজানো হয়েছে। ফোরটিন স্ট্রিট থেকে থার্টি থার্ড স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই উদ্যানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে ওঠা পথিকদের বিশ্রামের জন্য একটু পর পর বেঞ্চ রাখা আছে। ভাবছেন, এটিও বুঝি নিউ ইয়র্কের অন্যান্য উদ্যানের মতো গঞ্জিকা সেবিদের আয্যাখানায় পরিণত হয়েছে! মোটেও না! এখানে ধুমপান বা মদ্যপান নিষিদ্ধ। তবে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা, আছে পানীয় জলের ঝর্ণা। কয়েকটি ফাস্টফুড রেস্টুরেন্ট ও স্যুভেনির শপও রয়েছে।
সকালে ফটোগ্রাফি সামগ্রির মেগা স্টোর অ্যাডোরমাতে গিয়েছিলাম একটা জিনিস দেখতে। হাতে কিছুটা সময় থাকাতে নিঃসঙ্গ আমিও শতমানুষের ভীড়ে মিশে গেলাম। নাহ্, একদম নিঃসঙ্গ ছিলাম বলে যায়না, সাথে ক্যামেরাটাও ছিল।
বলতে ভুলে গেছিলাম, হাই লাইনে আরও কয়েকবার হাঁটলেও এই নিঃসঙ্গ নারীকে এর আগে কখনও দেখিনি। ইনি হলেন স্বাধীনতার প্রতীক লেডি লিবার্টির রিপ্লিকা। মূল মূর্তিটি আছে লিবার্টি আইল্যান্ড। মূল মূর্তির সাথে এর পার্থক্য হলো, এটির মুখ একটি কার্টুন চরিত্রের মতো।
হাই লাইনে হাঁটতে হাঁটতে শহরটার আরেকটা রূপ আমার চোখে ধরা পড়লো, আমি ছবিতে সেটাই তুলে ধরতে চেষ্টা করেছি। কতটুকু পারলাম, সেটা আপনারাই ভালো বলতে পারবেন!