ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা" ক্লাব মুর্শিদাবাদ এর ব্যবস্থাপনায় গত ৪ঠা ডিসেম্বর, ২০২২ রবিবারের শীত দুপুরে এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে এক মনোজ্ঞ মতবিনিময় সভা। ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন হাটগাছা শিশু মাদ্রাসায় ( MSK) এদিন মিলিত হয়েছিল জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২৫ জন শ্রোতা, ডি এক্সার ও শ্রোতা ক্লাব সংগঠক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা, ডি এক্সার ও শ্রোতা ক্লাব সংগঠকগণ বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠান প্রচারের বৈচিত্র্য, শ্রবণ মান ও শ্রোতা বান্ধব তৎপরতার ভুয়সী প্রসংশা করেন। সেই সাথে তারা বেশ কিছু প্রস্তাব দেন, যাতে রেডিও তাহরানের জনকপ্রিয়তা আরো বৃদ্ধি পায়।

নওয়াপাড়া শিমুলিয়া এর ফ্যামিলি রেডিও শ্রোতা ক্লাব এর সভাপতি নিজামুদ্দিন শেখ রেডিওর প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি প্রস্তাব রাখেন,- ' প্রাত্যহিক অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও তার যে তাফসীর বর্ণনা করা হয়, সেখানে সীমিত ৩-৪টি সুরার আয়াত পাঠ ও তাফসীর বর্ণনা করা হয়। এখানে যদি ধারাবাহিক ভাবে পবিত্র কোরআনের সব গুলো সূরা পাঠ ও তার তাফসীর বর্ণনা করা হতো তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারতাম।' ডোমকল, মেহেদী পাড়ার ইন্টারন্যশনাল রেডিও ক্লাব এর সভাপতি সহিদুল হক বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো লাগার কথা ব্যক্ত করার পাশাপাশি প্রস্তাব রাখেন যে,- 'পূর্বের ন্যয় নিউজ লেটারের মতো ইরান, ইসলাম বিষয়ক পত্র পত্রিকা শ্রোতাদের উপহার পাঠানো হোক।' ইসলামপুরের ইয়াং স্টার ক্লাবের কর্ণধার তরুণ মৈত্র তার বক্তব্যে বলেন,- ' আমি দীর্ঘদিন ধরে রেডিও তেহরান এর অনুষ্ঠান শুনে এবং এই বেতারের সাথে থেকে এটা বুঝেছি যে, এই বেতার করো সাথে কোন ভেদাভেদ করেনা। প্রত্যেক শ্রোতাকে, সে যে কোন ধর্মের বা যে কোন দেশেরই হোক না কেন; প্রত্যেক শ্রোতাকে সমান নজরে দেখে এবং করো প্রতি পক্ষপাতিত্ব করে না।' রেডিওর সান্নিধ্যে এসে তিনি অতীতের নেশার কবল থেকে বেরিয়ে আসার কথা অকপটে স্বীকার করেন।

রেডিও শোনার শখ একটি নির্ভেজাল, জ্ঞানের জগতে ভালোবাসা ও সু সম্পর্কের পরিবেশ তিনি এখান থেকে অর্জন করেছেন বলে জানান। গজধর পাড়া ও নওয়াপাড়ার বর্ষীয়ান দুজন শ্রোতা যথাক্রমে মতিউর রহমান ও নাসির উদ্দিন একটা সময়ে রেডিও তেহরানের প্রিয়জন অনুষ্ঠানে নিয়মিত লিখতেন। কিন্তু সংসার, কাজের চাপে মাঝখানে অনেক বছর কেটে গেছে। আজকের অনুষ্ঠানে নতুন করে রেডিও তেহরান এর আলোচনায় আগ্রহী হয়ে আবারও অনুষ্ঠান শোনা আর যোগাযোগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিনের শ্রোতা মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বহরমপুর, খাগড়ার মিতালী রেডিও শ্রোতা সংঘের সভাপতি শিবেন্দু পাল, হ্যাম রেডিও অপারেটর জয়দীপ ব্যানার্জী, ইসলামপুরের ইন্টারন্যশনাল রেডিও ক্লাবের সভাপতি বিশ্বনাথ মণ্ডল, নিতু হালদার অর্জুন, জলঙ্গী, টিকরবাড়িয়ার কামাল উদ্দিন আহমেদ, নওপাড়ার আবু সুফিয়ান বাবু, লালগোলা থেকে বুলবুল শেখ, গজধর পাড়া থেকে রফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত সকল আলোচক রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের বিষয়ে আলোকপাত করেন। উপস্থিত সকলেই রেডিও তেহরানের নানান বৈচিত্র্য ও তথ্যপূর্ন অনুষ্ঠান যে সব ধর্ম ও বর্ণের মানুষের জন্যে উপযোগী তা একবাক্যে স্বীকার করেন।

শ্রোতাদের নিয়ে নানা প্রতিযোগিতা ও শ্রোতাদের মতামত কে গুরুত্বের সাথে অনুষ্ঠানে ও পার্স টুডে এর ওয়েব সাইটে ছবি সহ তুলে ধরার অভিনব পদক্ষেপের প্রশংসা করেন। বর্তমানে শর্ট ওয়েভে অনুষ্ঠানের শ্রবণ মান ভালো থাকায় সবাই সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সকল শ্রোতারা জোরালো ভাবে দাবি জানান যে, পশ্চিম বঙ্গে একটি শ্রোতা সম্মেলন আয়োজনের। অনুষ্ঠানের এক পর্যায়ে সুদূর ইরান থেকে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের প্রযোজক জনাব আশরাফুর রহমান এর পাঠানো শুভেচ্ছা বাণী বাজিয়ে শোনানো হয়। এই শুভেচ্ছা বাণীতে তিনি উল্লেখ করেন,- '‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব’ আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে যদি স্বশরীরে উপস্থিত থাকতে পারতাম, আপনাদের সঙ্গে পাশাপাশি বসে কথা বলতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগত। আশা করি সেই সুযোগ একদিন আসবে- ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, একসময় পশ্চিমবঙ্গ বিশেষ করে মুর্শিদাবাদ ছিল রেডিও তেহরানের শ্রোতাদের পদচারণায় মুখরিত। আমরা তেহরানে বসে শ্রোতা ও ডিএক্সারদের আবেগ ও ভালোবাসামাখা শত শত চিঠি পেতাম। কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় এসে মানুষ রেডিও শোনা কমিয়ে দিয়েছে। তাই আগের মতো চিঠিও আসে না। তবে এখনও বেশকিছু শ্রোতা পুরোনো সেই মধুর স্মৃতি রোমন্থন করে চিঠি লিখেন যা আমাদের প্রেরণা দেয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্যে করেছেন যে, ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব’ মুর্শিদাবাদের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলের বাংলাভাষী শ্রোতাদের আবারো বেতারমুখী করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই ক্লাবের সভাপতি নাজিমউদ্দিন ভাই শ্রোতাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যা প্রশংসার দাবি রাখে। আপনারাও তাঁর পাশে থেকে বেতার শ্রোতাদের আবারো সক্রিয় করবেন- এটাই প্রত্যাশা। এক্ষেত্রে রেডিও তেহরান সবসময় আপনাদের পাশে থাকবে।' এই অনুষ্ঠানে 'আই আর আই বি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ' আয়োজিত রচনা প্রতিযগিতায় বিজয়ী ভারতের বন্ধুদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও ভিলাই ছত্তিশগড় এর প্রখ্যাত রেডিও ডি এক্সার আনন্দ মোহন বাইন এর 'পরিবার বন্ধু SWL ক্লাবে'র প্রতিযোগিতায় বিজয়ী মুর্শিদাবাদের শ্রোতা বন্ধুদের পুরস্কার, সনদ এবং ক্লাব সদস্য সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত সকল শ্রোতাদের জন্যে 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব মুর্শিদাবাদ' এর পক্ষ থেকে রেডিও তেহরানের প্রচার সামগ্রী সহ প্রীতি উপহার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শেষে 'হাটগাছা শিশু মাদ্রাসা'র সম্পাদক জনাব ইয়াসতুল্লাহ সাহেবের হাতে মূল্যবান মেহগনি গাছের চারা রোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' র সভাপতি তথা রেডিও তেহরান এর ভারতীয় মনিটর এস এম নাজিম উদ্দিন।