এমন কি ক্ষতি হতো কার?
যদি আমরা দুজনে,
রঙিন সুখের পুষ্প তুলে তুলে সাজাতাম-
প্রেমের আলপনা আমাদের আঙিনায়।
দুজনে সেখানে নির্জনে গল্পে গল্পে,
যেতাম হারিয়ে স্বপ্ন সরোবরে-
সারা দিনমান ধরে প্রেম আরাধানায়।
কি বা ক্ষতি ছিল কার?
বোধহয়, সে কথা কখনো দেয়নি উঁকি তোমার মনে।
হৃদয়ের দ্বারে, কে দাঁড়িয়েছিল দূরে সঙ্গোপনে-
কপাট খোলার অপেক্ষায়?
কোনদিনতো তুমি দেখনি কৌতুহলে!
তুমি ছিলে দূরে অন্য কিছুর প্রতিক্ষায়।
আমি আমার মনের অজান্তে,
চলে গিয়েছিলাম তোমার অগোচরে কত কাছে।
তখন কি যেন সংঘাত তোমার চেতনায়,
বারংবার কি সংকেতের আশংকায়-
মুছে দিল তোমার প্রথম ভাল লাগার আবীর।
যদি সে আবীর আরও ঘন হতো তাহলে?
আজ হয়তো আমরা ঐ আলপনার পরে সংগোপনে-
আরো কত সুখের ছবি মনের রঙ মিশিয়ে অঙ্কনে
দোহে মিলে হতাম নিরত, কোন নতুন সম্ভাবনায়।
আলোকিত ফুল্ল লহরী আমাদের চোখের মায়ায়-
কত নিপুণ নকসা প্লাবিত ময়ূখ তরংগে,
সব দুখ ভুলে কুড়িয়ে যত সুখ রঙের ফুল,
সাজাতাম প্রেম আলপনা পরিপূর্ণতায়।
কি এমন ক্ষতি হতো?
হতাম গল্পে মশগুল সেথায় জোছনায় অবগাহি,
আমাদের নিভৃত অন্তরঙ্গ আবিষ্টতায়।