নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানীদন ‘গ্রী ম্যাকানিক্যালস ইয়াংকার্স’ নামের হিটিং অ্যান্ড কুলিং ব্যবসা প্রতিষ্ঠান। জুমার দিন গত ২১ মার্চ, শুক্রবার সিটির উডসাইডে ‘গুলশান ট্যারেস’ পার্টি হলে এই মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে আয়োজিত মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার তোফায়েল চৌধুরী লিটন। এসময় তিনি আসন্ন ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও জানান। মাহফিলে প্রতিষ্ঠাটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্ক-এর প্রিন্সিপাল মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রæপের চেয়ারম্যান এম এম এ শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, টাইম টেলিভিশন পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন-২৪ চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট এএমএফ মিসবাহউজ্জামান, ইউএসএনিউজ.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সভাপতি মঈনুল ইসলাম, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মেঘনা ট্রাভেলস প্রেসিডেন্ট এম এম রহমান, আহাদ আলী সিপিএ, আসা হোম কেয়ারের স্বত্বাধিকারী আকাশ রহমান, বক্সার সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সাইমন চৌধুরী, ফরহাদ চৌধুরী, আতিকুল ইসলাম, মর্টগেজ বিষয়ক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ‘মিডোব্রæক’ এর কর্ণধার আকিব হোসাইন, মর্টগেজ লোন অফিসার নাঈদ টুটুল, রাজনীতিক আবু সাঈদ আহমদ, আব্দুল বাতেন, রিয়েল এস্টেট ব্যবসায়ী সারোয়ার খান বাবু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, মঈনুজ্জামান চৌধুরী, মঞ্জুর চৌধুরী, বেলাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
‘গ্রী ম্যাকানিক্যালস ইয়াংকার্স’র ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কের সেমিনারে বক্তারা বাংলাদেশের আইটি খাত থেকে ট্রিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব

GOVERNOR HOCHUL ANNOUNCES $90 MILLION PLAN TO EXPAND HISTORIC EMPIRE AI CONSORTIUM AND ENHANCE COMPUTING POWER

GOVERNOR HOCHUL ANNOUNCES CONSTRUCTION OF A $9.5 BILLION NEW TERMINAL ONE AT JFK AIRPORT

"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান
.jpg)
Rise Up New York City Hosts Historic Candidate Forum for Bangladeshi American Community

টিবিএন২৪’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এএফ মিসবাউজ্জামানের পদোন্নতি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন