নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) এস্টোরিয়াস্থ বয়েজ এন্ড গার্লস পার্টি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহন আহমদ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল কবিরের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান। খবর ইউএনএ’র। বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমদাদ আহমদ, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সোসাইটির উপদেষ্টা মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সালেহ চৌধুরী, সাবেক সভাপতি তজমুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বশির খান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী (কিনু), জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকিম, এস্টোরিয়া ওয়েলফেয়ারের সভাপতি সোহেল আহমদ ও উপদেষ্টা হাজী আব্দুর রহমান।
মাহফিলে কোরআন তেলাওয়াত করেন রায়হান চৌধুরী ও বিশেষ দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী। মাহফিলে কমিউনিটির উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি ফয়সল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সদস্য ফজল খাঁন সহ আকবর আলী, সৈয়দ মাছুম, সৈয়দ ফয়সল, সৈয়দ মাহদিন, শাহ জাবের আহমদ, কয়েছ আহমদ, আখতার হোসেন, কাওসার আহমদ এনাম উদ্দিন, জাহিদ চৌধুরী, সৈয়দ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ জাবেদ উদ্দিন,
সহ সভাপতি আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক রবিন আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সত্যম দেব, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমেনা আহমদ সুমি, কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, আলতাফ হোসেন, সৈয়দ পাভেল উদ্দিন, চমন উদ্দিন, জাকারিয়া সাহা, রিটন সরকার, মোহাম্মদ ফরহাদ চৌধুরী, মো. মহসিন মিয়া, হাসান আল ফাহাদ ও আরিফ আহমদ, সাবেক কোষাধ্যক্ষ হেলাল তরফদার। এছাড়াও এস্টোরিয়া ওয়েলফেয়ারের সহ সভাপতি কয়েছ আহমেদ, সাংঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ, সামছুল ইসলাম উপস্থিত ছিলেন।