ডেস্ক রিপোর্টঃ ১ নভেম্বর দেশ এবং প্র বাসের সুপরিচিত লেখক সাংবাদিক কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ ৫৫ তে পা রাখলেন। বাংলা ইন্টারনেট সংবাদ মিডিয়ার অন্যতম পথিকৃৎ শিব্বীর আহমেদ ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। শিব্বীর আহমেদ প্রচুর লেখালেখি করেন এবং কাজের ফাঁকে সাংবাদিকতায় আর লেখালেখি নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন। শিব্বীর আহমেদের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৯টি। যার মধ্যে ৫টি কাব্যগ্রন্থ রয়েছে। তাঁর বইয়ের প্রায় সব প্রচ্ছদই করেছেন বাংলাদেশের অন্যতম প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং বইগুলো প্রকাশ করেছে বাংলাপ্রকাশ, অন্বয়, সময় ও অনন্যার মত খ্যাতনামা প্রতিষ্ঠান।
শিব্বীর আহমেদের প্রথম গ্রন্থ ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ ২০০৯ সালে প্রকাশিত হবার পর নিউইয়র্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক মিলনায়তনে আয়োজিত শিব্বীর আহমেদের নতুন গ্রন্থ গুলো নিয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশবরেণ্য সঙ্গীতসাধক, একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিব্বীর আহমেদ এর লেখা গান ‘বজ্রকন্ঠে স্বাধীনতা’ গানের মধ্য দিয়ে গীতিকার হিসাবে আত্মপ্রকাশ করেন। ৯ মিনিটের ‘বজ্রকন্ঠে স্বাধীনতা’ গানের অডিও ভিডিও ফুটেজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। এছাড়াও শিব্বীর আহমেদ’র লেখা গান সত্যি নয়, স্বপ্নসাথী, কাঁচের চুড়ি ইত্যাদি গান প্রকাশিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করেন গান ‘শ্রেষ্ঠ সন্তান’।
বাংলাদেশ থেকে ম্যানেজম্যান্টে মাস্টার্স করার পর যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ইনিজিনিয়ারিং এর উপর মাস্টার ডিগ্রি এমএসএস করেন। সাংবাদিক শিব্বীর আহমেদের লেখা বিভিন্ন সংবাদ কলাম দেশ এবং প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রে সবসময় গুরুত্বের সাথে ছাপানো হয়ে থাকে। শিব্বীর আহমেদ হোয়াইট হাউস, কংগ্রেস এবং স্টেট ডিপার্টমেন্টে বহুবার অনেক ব্রেকিং নিউজ করেছেন বাংলাদেশ মিডিয়ার জন্যে। প্রবাসে সাংবাদিকতা, লেখালেখি, কমুনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ক্লোজাপ ওয়ান এ্যাওয়ার্ড, ফোবানা এ্যাওয়ার্ড, গুড সিটিজেন এ্যাওয়ার্ড সহ নানান সম্মান অর্জন করেছেন।
সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহকর্মী প্রয়াত আলহাজ্ব জালাল আহমেদের সন্তান শিব্বীর আহমেদ কুমিল্লা জেলার তৎকালীন লাকসাম থানার পাঁচ পুকুরিয়ায় গ্রামে জন্ম গ্রহন করেন। ২০২৪ সালে শিব্বীর আহমেদ হজ সম্পন্ন করেছেন।
ভালোবাসার সিক্ত পথে হেঁটে যারা সামনে এগিয়ে যায়, তাদের কেউ কেউ খুব সহজেই তাদের অতীত ভুলে যায়। আবার কেউ কেউ কোনদিন ভোলেনা। যারা ভোলেনা, শিব্বীর আহমেদ তাদেরই একজন। নি:শব্দ তাঁর জীবন। নিজের ছোট্ট একটি জগতে তাঁর নিজের তৈরি করা একটি বৃত্তেই তাঁর বসবাস। এই বৃত্তের মধ্যেই তিনি পড়ে থাকেন নি:শব্দে একাকী। কেউ কেউ এটাকে অহংকার ভেবে ভুল করেন। অথচ কি আশ্চার্য্য, এসব কিছুই ভাবায় না তাকে। ক্রোধ নয় হিংসা-বিদ্বেষ নয়, শুধু এক বুক ভালোবাসা আর নিরব অভিমান নিয়েই তিনি এগিয়ে চলেছেন তাঁরই নিজস্ব বৃত্তে।
পহেলা নভেম্বর ৫৫ তে কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:১৬ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

কেউ জানে না কোথায় আছেন সংগীত শিল্পী মমতাজ

ফেসবুকে আর থাকছে না ফ্যাক্ট চেকার

রাজশাহী বিভাগীয় কমিশনার, দুপচাঁচিয়া উপজেলা পরিষদ পরিদর্শন

বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

ফরাসি রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড় পরিদর্শন করলেন

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন নিয়ে কি হচ্ছে?

মাতৃভাষা বাংলা : হৃদয়ে ও মগজে ধারণ করি
.jpg)
পরানে আগ্রাবাদ ইউএসএ -এর মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর