নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা
সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন
অত্যাসন্ন। আগামী ২৭ অক্টোবর রোববার এই নির্বাচনের ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিকে প্রতিদ্ব›দ্বী ‘রুহুল-
জাহিদ’ প্যানেল প্রচার-প্রচারণার পাশাপাশি ওজনপার্কে বিশাল
নির্বাচনী সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা আঞ্চলিকতাকে নয়,
প্রার্থীদের যোগ্যতাকে প্রাধান্য দেয়ার আহŸান জানিয়ে ‘রুহুল-
জাহিদ’ প্যানেলকে বিজয়ী করে সোসাইটিকে এগিয়ে নেয়ার
অনুরোধ জানিয়েছেন। গত ১৪ অক্টোবর সোমবার রাতে ওজোনপার্কে
আয়োজিত পরিচিতি ও নির্বাচনী জনসভায় বক্তারা এ আহবান জানান।
কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সভায়
যোগ দেন। খবর ইউএনএ’র।
‘রুহুল-জাহিদ’ প্যানেলের ওজোনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির
আহবায়ক মাহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
বাংলাদেশ সোসাইটির সভাপতি ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের কার্যকরী
সদস্য প্রার্থী মোহাম্মদ রব মিয়া, এই প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন
পরিচালনা কমিটির আহবায়ক বোরহান উদ্দিন কফিল, যুগ্ম আহবায়ক
এম. বাসেত রহমান, সদস্য সচিব জে মোল্লা সানি, প্রধান
সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম আনোয়ার, ‘মইনুল-আসাদ’
নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি
মইনুল ইসলাম, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র
আহবায়ক শাহাদাত হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র
সভাপতি নাজমুল হাসান মানিক, ‘রুহুল-জাহিদ’ প্যানেলের জ্যামাইকার
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু নাসের, ওজোনপার্ক
কমিটির সদস্য সচিব গৌছ খান, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী,
সাংবাদিক আব্দুল করিম প্রমুখ।
এছাড়াও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির
বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ
সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টুসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা
বক্তব্য দেন।
সভায় রুহুল আমিন সিদ্দিকী তার প্যানেনকে বাংলাদেশ সোসাইটি
পরিচালনায় ‘যোগ্য ও পরীক্ষিত’ প্যানেল হিসেবে আখ্যায়িত করে বলেন,
বাংলাদেশ সোসাইটিকে আরো কল্যাণমুখী করতে আপনাদের অকুণ্ঠ
সহযোগিতা চাই, ভোট চাই। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে
‘কমিউনিটি ভবন’ তথা বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা। এজন্য আমরা
একটি বড় পরিসরে জায়গা ও ভবন খোঁজা শুরু করেছি। সেই লক্ষ্যকে
গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি।
সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু বলেন, প্রবাসী বাংলাদেশীদের
‘বাংলাদেশ ভবন’ সময়ের দাবী। আমাদের প্যানেল নির্বাচিত হলে
বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা করবো, যেখানে কমিউনিটি সেন্টার,
স্বাস্থ্যসেবা, ইবাদত ও রিক্রেয়েশনের ব্যবস্থা থাকবে। এজন্য তিনি সবার
সহযোগিতা কামনা করেন।
সভার অন্যান্য বক্তারা বলেন, সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা
আর কমিউনিটির নতুন মুখের সমন্বয়ে ‘রুহুল-জাহিদ’ প্যানেল একটি
যোগ্য প্যানেল। এই প্যানেলে তিনজন নারী প্রার্থীও রয়েছেন। তাই এই
প্যানেল নির্বাচিত করা সময়ের দাবী। বক্তারা বলেন, বাংলাদেশ
সোসাইটির নির্বাচনী কোন প্রার্থী কোন এলাকার তা
কোনোভাবে যোগ্যতার মাপকাঠি হতে পারে না। নির্বাচনে
আঞ্চলিকতাকে নয়, যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া উচিত।
অপরদিকে গত ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির এলমহার্স্টে
প্রতিষ্ঠিত পাঠশালা রেস্টুরেন্টে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের জন্য এক
মতবিনিময় সভার আয়োজন করে লক্ষœীপুর ডিস্ট্রিক্ট ফ্রেন্ডস ফোরাম।
সংগঠনের সভাপতি এম. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক এম. আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় সভায় ‘রুহুল-
জাহিদ’ প্যানেলকে বিজয়ী করার আহ্ধসঢ়;বান জানানো হয়। সভায়
সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক
পদপ্রার্থী জাহিদ মিন্টুসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায়
‘রুহুল-জাহিদ’ প্যানেলকে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন উপস্থিত
লক্ষœীপুরবাসী।
নির্বাচনে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- রুহুল
আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি- ফারুক চৌধুরী, সহ
সভাপতি- আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক- জাহিদ মিন্টু,
সহ-সাধারণ সম্পাদক- সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন,
সাংগঠনিক সম্পাদক- মো. সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক-
মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক- নাসির আইয়ুব, সাহিত্য
সম্পাদক- রোমানা আহমেদ, ক্রীড়া সম্পাদক- আলমগীর হোসেন, স্কুল ও
শিক্ষা সম্পাদক- শাহনাজ হোসেন এবং কার্যকরী সদস্য আব্দুর রব
মিয়া, তাজু মিয়া, একেএম রফিকুল ইসলাম ডালিম ও মো. সাইফুল
ইসলাম।
এদিকে ‘রুহুল-জাহিদ’ পানেলের প্যানেল পরিচিতি ও নির্বাচনী
মতবিনিময় সভা আগামী ২০ অক্টোবর রোববার সন্ধ্যঅ সাড়ে ৭টায়
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত
হবে।