নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধিত হয়েছেন
নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, কাওরান বাজার সুপারমার্কেটের
অন্যতম স্বত্তাধিকারী ইলিয়াস খান। নিউইয়র্ক সিটির
জ্যামাইকাবাসী বাংলাদেশীরা গত ১৭ মার্চ শুক্রবার রাতে তাকে
সংবর্ধিত করেন। সভায় সংবর্ধনার জাবাবে ইলয়াস খান বলেন, দল
আমাকে সম্মানিত করেছে, জ্যামাইকাবাসীও আমাকে সম্মান
দিয়েছেন। আমি এজন্য সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব
পালনের মধ্য দিয়ে প্রতিদান দেয়ার চেষ্টা করবো। তিনি ঘোষণা দেন যে,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেলে শেরপুর-
২ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করবো। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়
সংসদের উপনেতা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম
সদস্য বেগম মতিয়া চৌধুরী এই আসনের বর্তমান এমপি এবং
বিগত দিনে তিনি এই আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত
হয়েছেন।
স্থানীয় হিলসাইড এভিনিউি  একটি মিলনায়তনে আয়োজিত
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক
সভাপতি আব্দুল লতিফ স¤্রাট। যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লার
সভাপতিত্বে সভায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী
সাখাওয়াত হোসেন আজম ও ফিরোজ আহমেদ, সাবেক প্রচার সম্পাদক
সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতিত জাকির এইচ চৌধুরী,
যুবদল নেতা আবুল কাশেম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক
বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র জাজাস-এর আহŸায়ক

ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম ও সদস্য সচিব জাহাঙ্গীর
সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
(ডিইএব) ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজী, সাবেক চেয়ারমান রুহুল
কদ্দুস, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল চেয়ারমান কাজী
মোবাশ্বের আহমেদ হাসেমী, সাবেক শিক্ষক শওকত আলী, নিউইয়র্ক
উত্তর মহানগর বিএনপি’র সদস্য সেলিম আহমদ, ড. খন্দকার মোশাররফ
হোসেন ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি আল আমীন সুমন, সাবেক
ছাত্রনেতা রাসেদ আল হাসান, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ
ইউএসএ’র সভাপতি শাহদৎ হোসেন রাজু সহ আরো অনেকে বক্তব্য
রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে যুনেতা ইলিয়াস খানকে
সংবর্ধিত এবং বিশেষ মুনাজাত করা হয়। সংবর্ধনার জবাবে আবে-
আপ্লুত কন্ঠে ইলিয়াস খান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয়
যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থেকেও
২০১৮ সাল থেকে নিরবে-নিভৃতে দলের জন্য করেছি, আগামী দিনেও কাজ
করবো। দেশ ও প্রবাসে সবাইকে নিয়েই কাজ করতে চাই। তিনি বলেন,
আওয়ামী লীগের দু:শাসনের আমলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে যখন
মামলা-মোকদ্দমা, হামলা-নির্যাতন চলছে। আমার নির্বাচনী এলাকায়
বিএনপি’র ৩জন লোক একত্রে বসে চা খেতে পারতো না। তখন আমি
প্রবাসে বসেই আমার লোক দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
নিজের অর্থ খরচ করে গত দুই মাসে আমার নির্বাচনী এলাকা ৬১জন
বিএনপি নেতা-কর্মীকে হাইকোর্টের মাধ্যমে জামিন করিয়েছি।
ইলয়াস খান বলেন, বিএনপি নেতা আব্দুল লতিফ স¤্রাটের হাত ধরেই
আমি প্রবাসে বিএনপি’র রাজনীতি শুরু করি। আপনাদের
সহযোগিতা পেলে আর দল আমাকে মনোনয়ন দিলে আমি আগমী
নির্বাচনে শেরপুর-২ আসন থেকে প্রার্থী হবো। তিনি বলেন,
কেন্দ্রীয় বিএনপি প্রবাসের তিন নেতাকে মূল্যায়ন করেছে, আগামী
দিনে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হবে, ইনশাল্লাহ আরা সবাই
ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 
আব্দুল লতিফ সম্রাট  বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি হিসেবে
আমি বিশ্বের ৪২টি দেশের বহির্বিশ্ব বিএনপি প্রধান সমন্বয়কারী
ছিলাম, দলের বিদায়ী কমিটির সভাপতি হিসেবে আমি নেতৃত্ব দেওয়ার
দাবী রাখী। কিš‘ আমরা কেন্দ্রীয় নেতৃত্বে প্রতি শ্রদ্ধা রাখতে চাই,
যোগ্য নেতার যোগ্য  চাই, পদ-পদবির চেয়ে সম্মান দিয়ে আর

সম্মান নিয়ে বাঁচতে চাই। তিনি বলেন, দলের মধ্যে চেইন অব কমান্ড
বজায় থাকা জরুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন
জরুরী হয়ে পড়েছে।
সভায় কোন কোন বক্তা যুক্তরাষ্ট্র বিএনপি’র কয়েকজন নেতার আকস্মিক
লন্ডন সফরের সমালোচনা করে বলে, তাদের উচিৎ ছিলো শীর্ষ ¯’ানীয়
নেতাদের জানিয়ে লন্ডন যাওয়া এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য জানানো।
তারা বলেন, একা একা দল করা যায় না, নেতাও হওয়া যায় না। দলের জন্য
যুক্তরাষ্ট্র বিএনপি’র সকল নেতা-কর্মীর অর্থ, শ্রম-ঘাম-সময় রয়েছে।
তাদের মূল্যায়ন হওয়া উচিৎ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাসাস-এর সাবেক সভাপতি আলহাজ্ব আবু তাহের,
সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি নেতা
আব্দুল মান্নাফ তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা
মাহামুদা শিরিন, প্রমুখ উপস্থিত ছিলেন।