নিউইয়র্ক (ইউএনএ): অভিষিক্ত হলেন নব গঠিত জ্যামাইকা বাংলাদেশ
এসোসিয়েশন (জেবিএ)-এর কর্মকর্তারা। এ উপলক্ষ্যে গত ৮ জুন
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান ট্যারেসে এক
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
জ্যামাইকা এলাকার বাংলাদেশী কমিউনিটিকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত
কমিউনিটিতে পরিণত করার অঙ্গীকার করা হয়। বিশেষ করে সংগঠনের
নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, এই লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নেয়া
হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরুল হুদা ও
নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- শপথ,
অথিথিদের শুভেচ্ছা বক্তব্য, ম্যাগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান
আর নৈশভোজ। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, কমিউনিটির পরিচিত মুখ লায়ন শাহ নেওয়াজ-কে সভাপতি ও
রাব্বী সৈয়দ-কে সাধারণ সম্পাদক করে সম্প্রতি সংগঠনটির
আতœপ্রকাশ ঘটে। গত ২ এপ্রিল চলতি বছর প্রথম ইফতার মাহফিল
আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রকাশ্যে আসে। এছাড়াও জেবিএ’র
উদ্যোগে গত ৩ জানুয়ারী ‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন মিট
এন্ড গ্রীট এনওয়াইপিডি’ আয়োজন করা হয়। মূলত: নিইয়র্ক
সিটির বাংলাদেশী এলাকাগুলোর মধ্যে জ্যামাইকা অন্যতম। জ্যামাইকা
এলাকার প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশীকে একই ছাতার নীচে
ঐক্যবদ্ধ, মাদকমুক সমাজ প্রতিষ্ঠা, নতুন ইমিগ্র্যান্টদের কর্ম
সংস্থানের পাশাপাশি আইনী সহায়তা প্রভৃতি জনকল্যাণমুলক
কর্মকান্ড সামনে নিয়ে জেবিএ’র আতœপ্রকাশ ঘটে।
বিশিষ্ট ব্যবসায়ী, জেবিএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন শাহ
নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের শপথ বাক্য
পাঠ করান প্রবীণ প্রবাসী, জেবিএ’র উপদেষ্টা নাসির আলী খান পল।
অনুষ্ঠানে অভিষিক্ত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও
অতিথিবৃন্দ ফিতা কেটে ‘পরাগ’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশ করেন।
আমন্ত্রিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম,
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি
ফখরুল ইসলাম দেলোয়ার, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক
ফাহাদ সোলায়মান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব,
উপদেষ্টা রানু নেওয়াজ, তৈয়বুর রহমান হারুন, সহ সাধারণ সম্পাদক
আনজাম সিদ্দিকী রাফি, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী, বিশিষ্ট
ব্যবসায়ী বিলাল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফ
মিসবাহউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি বক্তারা জেবিএ’র নবনির্বাচিত কর্মকতাদের
অভিনন্দন জানিয়ে বলেন, জেবিএ’র উদ্যোগ কমিউনিটিকে আরো
এগিয়ে নিয়ে যাবে এবং আদর্শ কমিউনিটি গড়ায় ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির সুনাম
রয়েছে। এই সুনাম ধরে রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্ম আর যুব
সমাজকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে। এজন্য
সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রাখতে হবে।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি- শাহ নেওয়াজ, সিনিয়র সহ
সভাপতি- আহসান হাবীব, সহ সভাপতি- মাকসুদুল হক চৌধুরী ও রীনা
সাহা, সাধারণ সম্পাদক- রাব্বী সৈয়দ, সহ সাধারণ সম্পাদক- আনজাম
সিদ্দিকী রাফি ও রতন মাহমুদ, কোষাধ্যক্ষ- আহনাফ আলম, সাংগঠনিক
সম্পাদক- লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক- মনজুর কাদের, সহ সাহিত্য
সম্পাদক- শামস চৌধুরী রুশো, সাংস্কৃতিক সম্পাদক-
আসাদুজ্জামান বাবু, সহ সাংস্কৃতিক সম্পাদক- মরিয়ম মারিয়া,
প্রচার সম্পাদক- জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট
কামরুজ্জামান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক- শামিউল করিম আলমগীর,
ক্রীড়া সম্পাদক- সজিব চৌধুরী, দফতর সম্পাদক- বদরুদ্দোজা সাগর,
মহিলা বিষয়ক সম্পাদক- সালেহা ইসলাম এবং কার্যকরী সদস্য- ফখরুল
আলম, মোহাম্মদ আলী, মোসলে উদ্দিন খান, ডিউক খান, সেলিম খান,
ডা. নাফিউর রহমান, শেখ হায়দার আলী, বাজী জামান বিটু, সুলতান
বুখারী, শিবলী নোমানী, মতিউর রহমান জাহাঙ্গীর, আহসান কবীর
আকাশ, সোহেল সীমান্ত, হাফিজ শেখ, মোস্তফা অনিক রাজ, ডা.
আইরূন নাহার কলি, নাজিয়া জাহান, জাহিদা আলম, হুমায়ুন কবীর
তুহিন, সাঈদুর রহমান ও বেলাল আহমেদ।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: নাসির আলী খান পল, কাজী আজহারুল
হক মিলন, তৈয়বুর রহমান হারুন, এডভোকেট মতিউর রহমান, মোস্তাক
আহমেদ নিউটন, আকাশ রহমান, রাফাত হোসেইন, আজাহার হক, রানো
নেওয়াজ, নুরুল আজিম, খলিলুর রহমান, কাজি হেলাল আহমেদ, বীর
মুক্তিযোদ্ধা আলমগীর ভ্ধূসঢ়;ঁইয়া, শাহ মোয়াজ্জেম, আকতার রহমান টিপু,
এডভোকেট মজিবুর রহমান, শেখ আকতারুল ইসলাম, মোহাম্মদ কবির,
মাহবুবুর রহমান বকুল, মুহাম্মদ শহিদুল্লাহ, রুবাইয়া রহমান, কাজি
ফৌজিয়া, ডা. নার্গিস রহমান, শেখ হায়দার আলী, আসাদুজ্জামান
টিপু, সিরাজুল ইসলাম লিপন ও কামাল ভূঁইয়া।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো
নেওয়াজ, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল, মরিয়ম
মারিয়া ও মোস্তফা অনিক রাজ সঙ্গীত পরিবেশন করেন। যৌথভাবে
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেবিএ’র সাহিত্য সম্পাদক, বিশিষ্ট
ছড়াকার মনজুর কাদের, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসান
হাবিব, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ ও কার্যকরী কমিটির সদস্য
জাহিদা আলম। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত সাড়ে ১১টা
পর্যন্ত। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ
সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ
সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান
সেলিম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান,
অধ্যাপিকা হুসনে আরা বেগম, কবি-লেখক কাজী জহিরুল ইসলাম,
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী আশরাফ হোসেন নয়ন, ফিরোজ আহমেদ,
কাজী আযম, আবুল কাশেম, আশরাফুজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস
ডেভলপমেন্ট ইউএসএ এর সভাপতিশাহ শহীদুল হক, শোটাইম মিউজিক-
এর কর্ণধার আলমগীর খান আলম, রিয়েল এস্টেট ব্যবসায়ী পরেশ সাহা,
ডা. শাহনাজ বেগম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির
প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে
মোল্লা সানী, বিশিষ্ট ব্যবসায়ী রকি আলিয়ান, জে এফ এম রাসেল,
হাসান জিলানী, আব্দুর রশীদ বাবু প্রমুখ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক
প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।