গত ৭ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স-এর বস্টনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন ইউএসএর উদ্যোগে ৩য় শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়।

মেডর্ফোড এলকস হলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম আজহারী। আলোচনায় অংশ নেন আইসিসিএম খতীব হাফেজ আল্লামা এহসান ওয়ারিস ও ড. এম ইমরানুল করিম ইয়াকুবী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত করেন জনাব আহমদ নবী, না'তে রাসুল (দ:) পরিবেশন করেন জনাব সিরাজুম মুনির, জনাব গোলাম রাব্বানী ও জনাব শফিউল আলম গরীবী।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাইজভান্ডার গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও মাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট (SZHM) এর ম্যানেজিং ট্রাস্টির হযরত শাহ সূফি সৈয়দ মোহাম্মদ হাসান বলেন - আল্লাহর অলিগনের মাজার সমুহ ইসলামের ইতিহাস - ঐতিহ্যের অন্যন্য স্মারক। তাই এই ঐতিহ্য রক্ষা করতে মাজারে হালা বা মাজার ভাঙ্গার হীন মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আল্লাহর অলিগন সৃষ্টির কল্যানে, মানুষের কল্যানে নিজের উজাড় করে দিয়েছেন।প্রধান আলোচক শায়খ সাইফুল আজম আজহারী তাঁর বক্তব্যে বলেন আহলে বায়তে রাসুল (দ:) এর প্রতি ভালোবাসা ইমানের অংশ। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কতৃক নির্ধারিত। এটি কোনো বির্তকের বিষয় নেই। একই সাথে তিনি মানুষের আত্ম উৎকর্ষর জন্য ইলমে তাসাউপ চর্চার প্রয়োজনিয়তার কথাও তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতি হযরত শাহ সূফি হাসান মাইজভান্ডারীর মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।