নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা বাড়ছে। গত নভেম্বরের চেয়ে এখন তিনি বেশি জনপ্রিয়। গত এক বছরে এই প্রথম তার জনপ্রিয়তায় ইতিবাচক পরিবর্তন দেখা গেলো। সিয়েনা রিসার্চ ইনস্টিটিউট বলছে, নভেম্বরে হোকুলের জনপ্রিয়তা ছিলো ৪০ শতাংশ। যা এখন বেড়ে ৪৫ শতাংশ হয়েছে। তার কাজগুলোর প্রতি জনসমর্থনও নভেম্বরের ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫২ শতাংশ হয়েছে। নিউইয়র্কের রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এই জরিপ চালানো হয়। তবে জনপ্রিয়তা বাড়লেও অধিকাংশ নিউইয়র্কার এখনো ভাবেন না যে হোকুলের নেতৃত্বে নিউইয়র্ক আরও বেশি নিরাপদ ও বসবাসের জন্য আগ্রহের স্থান হয়ে উঠতে পারে।
এছাড়া মানসিক স্বাস্থ্য সঙ্কট, গৃহায়ন সঙ্কট, নিউইয়র্ককে বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার রাজধানী করে তোলার ক্ষেত্রেও তারা কোনো অগ্রগতি দেখতে পান না। বেশ কিছু ইস্যুতে হোকুল অবশ্য চ্যাম্পিয়ন হিসেবেই ভোটারদের ভোট পেয়েছেন। ৭২ শতাংশই মনে করেন হোকুল যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো কার্যকর হতে পারে। এক্ষেত্রে ডেমোক্র্যাটদের ভোট বেশি পেয়েছেন তিনি। তিন চতুর্থাংশ ডেমোক্র্যাটের সমর্থন রয়েছে তার প্রতি। অন্য দিকে এসব উদ্যোগে রিপাবলিকানদের সমর্থন মিলেছে অর্ধেকেরও কম।