বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-গতকাল নভেম্বর ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস' পালন করা হয়এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস'-এর প্রেক্ষাপট গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশেষ আলোচনার শুরু করেনতিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বোচ্চ আইন, সংবিধান রচিত হয়তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য এটি এক অনন্য দলিলসংবিধানে রাষ্ট্রের মালিকানা জনগণের বলে স্বীকৃতি প্রদান করা হয়েছেকনসাল জেনারেল বাংলাদেশ সংবিধানের মৌলিক নীতিসমূহ আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেনতিনি সংবিধানের পবিত্রতা মর্যাদা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেনসংবিধানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বর্ণনাকালে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য আহবান করেনতিনি সবাইকে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হবার জন্য গুরুত্বারোপ করেনপরিশেষে, কনসাল জেনারেল নভেম্বরকে সংবিধান দিবসঘেষণা করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ জাতীয় চার নেতা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত নিরাপত্তা, শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে