নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী মালিকানাধীন ‘ফ্রেশ আইল্যান্ড
সুপার মার্কেট’-এর এক বর্ষপূর্তী পালন করা হয়েছে। রং বে রং এর
বেলুন দিয়ে সাজনো হয় মার্কেটটি। বর্ষপূর্তী উপলক্ষ্যে ক্রেতাদের
সুবিধার্থে সুপার মার্কেটটিতে দেয়া হয়েছে বিশেষ ছাড়।
প্রতিষ্ঠার পর থেকেই মার্কেটটি বাংলাদেশী কমিউনিটি ছাড়াও
অন্যান্য কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছে এবং ব্যবসার মাধ্যমে
সেবার মানও বৃদ্ধি পেয়েছে। বর্ষপূর্তী উপলক্ষ্যে গত ১৪ অক্টোবর শনিবার
বিকেলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার আয়োজন করা হয়।


নিউইয়র্কের লং অ্যাইলান্ডের ২৪১-১১ লিন্ডেন বুলেভার্ড-এ প্রতিষ্ঠিত
‘ফ্রেশ আইল্যান্ড সুপার মার্কেট’-এ আয়োজিত দোয়া মাহফিলে
মার্কেটটির স্বত্তাধিকারী যথাক্রমে কামরুজ্জামান কামরুল, মনসুর এ
চৌধুরী, কেশব সরকার বিদ্যুৎ ও রুহেল চৌধুরী উপস্থিত থেকে বছর
পূর্তীর কেক কাটেন। এসময় অনান্যের মধ্যে সিকে ফোজের ফিশের
চেয়ারম্যান আব্দুর রহমান, আজিজ ক্যাটারিং হাউজের প্রতিনিধি
আনিস, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শামীম আহমেদ প্রমুখ উপস্থিত
ছিলেন। কেক কাটার পর একে অপরকে কেক খাইয়ে দেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে মার্কেটটির অন্যতম স্বত্তাধিকারী
কামরুজ্জামান কামরুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বেষ্ট
কোয়ালিটি আর বেষ্ট প্রাইজ’ আমাদের মূল টার্গেট। সেই সাথে
থাকবে সর্বোচ্চ সেবা। তিনি বলেন, আমাদের সুপার মার্কেটে
সম্পূর্ণ হালাল মাংসের নিশ্চয়তা রয়েছে। আজিজ ক্যাটারিং হাউজ এই
মাংস সরবরাহ করে থাকে বলেতিনি জানান। তিনি জানান, বর্ষপূর্তী
উপলক্ষ্যে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিশেষ সেল চলবে। আর কেনাকাটার
জন্য ক্রেতাদের জন্য রয়েছে পার্কিং-এর ব্যবস্থা।